

আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) কে একহাত নিয়েছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান রশিদ লতিফ। আইসিসির দশক সেরা টি-টোয়েন্টি দলের সমালোচনা করেছেন সাবেক এই অধিনায়ক।
আইসিসির দশক সেরা টি-টোয়েন্টি দলে ৬ দেশের ক্রিকেটার আছে। দশক সেরা দলে সর্বোচ্চ ৪ জন আছেন ভারতীয় ক্রিকেটার। অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ থেকে আছেন দুই জন করে। বাকি ৩ জন সুযোগ পেয়ছেন দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও শ্রীলঙ্কা থেকে।
ইংল্যান্ড, নিউজিল্যান্ড, বাংলাদেশ ও পাকিস্তানের কেউ একাদশে সুযোগ পাননি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে রশিদ লতিফ লেখেন আইসিসির টাইপিং মিসটেক হয়েছে। তারা আইপিএল টি-টোয়েন্টি দল লিখতে ভুলে গিয়েছে!
TYPO Error {They forget to write IPL-T20s team for the decade}
— Rashid Latif ®️???????????? (@iRashidLatif68) December 27, 2020
পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার রশিদ লতিফের সঙ্গে একমত পোষণ করে লিখেছেন এমনটাই হবার ছিল!
As expected. https://t.co/1M0YUq537d
— Shoaib Akhtar (@shoaib100mph) December 27, 2020
আইসিসির দশক সেরা টি-টোয়েন্টি দল (পুরুষ):
রোহিত শর্মা (ভারত), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), ভিরাট কোহলি (ভারত), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), মাহেন্দ্র সিং ধোনি (ভারত, উইকেটরক্ষক ও অধিনায়ক), কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ), রাশিদ খান (আফগানিস্তান), জাসপ্রীত বুমরাহ (ভারত) ও লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)।
The ICC Men’s T20I Team of the Decade. And what a team it is! ⭐
A whole lot of 6️⃣-hitters in that XI! pic.twitter.com/AyNDlHtV71
— ICC (@ICC) December 27, 2020