ছিটকে গেলেন ধনঞ্জয়া ডি সিলভা

ছিটকে গেলেন ধনঞ্জয়া ডি সিলভা
Vinkmag ad

সেঞ্চুরিয়ান টেস্টের প্রথম দিন ৭৯ রান করে চোট নিয়ে মাঠ ছেড়েছেন ধনঞ্জয়া ডি সিলভা। এরপর ব্যাটিংয়ে নামতে পারেননি। আজ জানা গেল আরও বড় দুঃসংবাদ। দক্ষিণ আফ্রিকার পুরো সফর থেকেই ছিটকে গেলেন ধনঞ্জয়া।

সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে বড় রানের পথে এগিয়ে দিয়ে নিজেই সিরিজ থেকে বাদ হয়ে পড়লেন ধনঞ্জয়া ডি সিলভা। ব্যাট করার সময় চোট পেয়ে মাঠ ছাড়েন। পরীক্ষার রিপোর্ট চোট ধরা পড়ায় চিকিৎসক নিশ্চিত করলেন প্রায় দুই সপ্তাহ ধনঞ্জয়াকে মাঠের বাইরে থাকতে হবে। তাই সিরিজও শেষ হয়ে গেল তাঁর।

দক্ষিণ আফ্রিকায় চলমান টেস্ট সিরিজ থেকে ধনঞ্জয়া ডি সিলভার ছিটকে যাওয়ার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

ইনজুরড হওয়ার আগে ডি সিলভা ১১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০৬ বলে ৭৯ রানের দাপুটে ইনিংস খেলেন।

 

View this post on Instagram

 

A post shared by cricket97 (@cricket97bd)

দক্ষিণ আফ্রিকা সফর থেকে দ্রুতই শ্রীলঙ্কায় ফিরবেন এই অলরাউন্ডার। ২০২১ এর শুরুতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ধনঞ্জয়া ডি সিলভাকে দলের সঙ্গে পাওয়ার আশা করছে শ্রীলঙ্কা ক্রিকেট।

৯৭ ডেস্ক

Read Previous

নিজের নাম মুছে না ফেললে আইনগত ব্যবস্থা নিবেন বেদি

Read Next

যেকারণে আম্পায়ারিং কোর্স করছেন রবিউল ইসলাম

Total
2
Share