

সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে চ্যাম্পিয়ন জেমকন খুলনার হয়ে খেলেছেন আল আমিন হোসেন। একই দলের হয়ে খেলেছেন মাশরাফি বিন মর্তুজা। শেষের দিকে দলে যুক্ত হয়ে ৪ ম্যাচ খেলা মাশরাফি নিয়েছেন ৭ উইকেট।
৩৭ বছর বয়সী মাশরাফি নিয়ন্ত্রিত লাইন-লেংথে বল করে পেয়েছেন সাফল্য। ওভারপ্রতি ৮.০৬ করে রান দিলেও উইকেট খুজে নিয়েছে মাশরাফির করা বল।
আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে তাই মাশরাফি বিন মর্তুজা বিবেচনায় থাকবেন নির্বাচকদের। মাশরাফির ফিটনেস আমলে নিয়ে তাকে দলে নেওয়া হবে কিনা তা নিয়ে মন্তব্য করতে চান নি আল আমিন হোসেন।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে আল আমিন হোসেন বলেন, ‘আসলে ফিটনেসের (মাশরাফি বিন মর্তুজার) ব্যাপারটা যদি বলেন এটা যারা ট্রেনার বা টিম ম্যানেজমেন্ট আছেন তারা দেখবেন। আর দলে কে অন্তর্ভূক্ত হবে, না হবে সেটা আমার এখতিয়ার না। এই বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। কে দলে থাকবে, আমিও থাকব কিনা এটা আসলে টিম ম্যানেজমেন্ট বা সিলেক্টর যারা আছে বা কোচিং স্টাফ যারা আছে তারা ভাল বুঝবেন।’
তবে মাশরাফিকে কাছ থেকে দেখা আল আমিন মনে করেন ভালো শেপে থাকা মাশরাফি দলে সুযোগ পেলে দলের জন্য ভাল হবে।
আল আমিন বলেন, ‘ওনার (মাশরাফি) সাথে খেলেছি, সবকিছু মিলায়ে উনি খুব ভাল একজন লিডার। যতদিন একসাথে আমরা ফিটনেস নিয়ে কাজ করেছি, বা একটা ওয়ানডে টুর্নামেন্ট খেলেছি। সে হিসাবে মাশরাফি ভাই অনেকদিন ইনজুরড ছিলেন। সবকিছু মিলিয়ে উনি আসছেন, আর ওনার বেস্ট পারফর্ম টাই করেছেন। আমার কাছে মনে হয় উনি ভাল শেপে আছেন, যদি টিমে সিলেক্ট হন, তাহলে টিমের জন্য ভাল হবে।’