বে ওভালে গল্পটা অন্যরকম হতে পারত

বে ওভালে গল্পটা অন্যরকম হতে পারত
Vinkmag ad

মাউন্ট মাউঙ্গানুইয়ের বে ওভালে বক্সিং ডে টেস্টের ১ম দিনে হয়েছে ব্যাটে-বলে দারুণ লড়াই। স্কোরবোর্ড দেখে অবশ্য তা বোঝার উপায় নেই। ১ম দিন শেষে স্বাগতিক নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে যে জমা হয়েছে ২২২ রান, উইকেটের কলামে লেখা ৩।

ওভারপ্রতি ২.৫৫ করে রান তোলা নিউজিল্যান্ড অবশ্য খুশি, হাতে থাকা ৭ উইকেট নিয়ে বড় স্কোর গড়ার সুযোগ তাদের সামনে। কিউইদের আশার পালে হাওয়া দিতে ৯৪ রান নিয়ে অপরাজিত আছেন অধিনায়ক কেন উইলিয়ামসন।

টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান দলপতি মোহাম্মদ রিজওয়ান। রিজওয়ানের মুখে হাসি ফোটাতে শাহীন শাহ আফ্রিদি সময় নেন কেবল ৩ বল। টম ল্যাথামকে আজহার আলির ক্যাচ বানিয়ে ফেরান সাজঘরে। ১১ তম ওভারে দলকে ১৩ রানে রেখে সাজঘরে ফেরেন অপর ওপেনার টম ব্লান্ডেল, এদফাতেও ঘাতক শাহীন শাহ আফ্রিদি।

৩য় উইকেট জুটিতে নিউজিল্যান্ডকে ম্যাচে দারুণভাবে ফেরান কেন উইলিয়ামসন ও রস টেইলর। এই জুটি যখন পাকিস্তানের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছিল তখন আবার পাদপ্রদীপের আলো নিজের দিকে টানেন শাহীন শাহ আফ্রিদি। ১৫১ বলে ১০ চার ও ১ ছয়ে ৭০ রান করা টেইলরকে উইকেটের পেছনে মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ বানিয়ে ফেরান আফ্রিদি। তাতে ভাঙে উইলিয়ামসন-টেইলরের ১২০ রানের জুটি।

আফ্রিদি পেতে পারতেন কেন উইলিয়ামসনের উইকেটও। তবে স্লিপ কর্ডনে পাকিস্তানি ফিল্ডারদের পিচ্ছিল হাত তা হতে দেয়নি। বরং সুযোগ পেয়ে তা দারুণভাবে কাজে লাগিয়েছেন উইলিয়ামসন। হেনরি নিকোলসের সঙ্গে ৮৯ রানের অবিচ্চেদ্য জুটি গড়ে দিন পার করেছেন, আছেন ২৩ তম টেস্ট সেঞ্চুরির অপেক্ষায়।

 

View this post on Instagram

 

A post shared by cricket97 (@cricket97bd)

সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে):

নিউজিল্যান্ড ২২২/৩ (৮৭), ল্যাথাম ৪, ব্লান্ডেল ৫, উইলিয়ামসন ৯৪*, টেইলর ৭০, নিকোলস ৪২*; আফ্রিদি ২০-৫-৫৫-৩

৯৭ ডেস্ক

Read Previous

চার বছর পর স্টিভ স্মিথের ডাক!

Read Next

ভেট্টোরিকে টপকে সবার উপরে রস টেইলর

Total
1
Share