ইসলামাবাদে মিসবাহর চেয়ারে বসলেন বোথা

ইসলামাবাদে মিসবাহর চেয়ারে বসলেন বোথা
Vinkmag ad

পাকিস্তান সুপার লিগের ২ বারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড আজ (শুক্রবার) ঘোষণা করেছে সাবেক প্রোটিয়া ক্রিকেটার ইয়োহান বোথা হচ্ছেন তাদের নতুন প্রধান কোচ।

এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে ইসলামাবাদ ইউনাইটেড ফ্র্যাঞ্চাইজি। পিএসএল-২ এ ইয়োহান বোথা ইসলামাবাদ ইউনাইটেডের ফিল্ডিং কোচ হিসাবে কাজ করেছেন।

ইসলামাবাদ ইউনাইটেডের মালিক আলি নাকভি ইয়োহান বোথার নিয়োগ সম্পর্কে বলেন, ‘ইয়োহান ২০১৭ সালে আমাদের দলের অংশ ছিলেন। আমরা আশাবাদী তার মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারব।’

এর আগে বৃহস্পতিবার ফ্র্যাঞ্চাইজিটি জানায় পাকিস্তান দলের প্রধান কোচ মিসবাহ উল হককে তারা আর প্রধান কোচ হিসাবে রাখছে না, কনফ্লিক্ট অব ইন্টারেস্টের কারণে।

৯৭ ডেস্ক

Read Previous

‘এই জন্যেই আল্লাহ পাক বাবর ভাইকে এত সম্মান দিয়েছেন’

Read Next

পিএসএলে ক্রিকেটারদের হালনাগাদকৃত ক্যাটাগরি

Total
5
Share