

পাকিস্তান সুপার লিগের ২ বারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড আজ (শুক্রবার) ঘোষণা করেছে সাবেক প্রোটিয়া ক্রিকেটার ইয়োহান বোথা হচ্ছেন তাদের নতুন প্রধান কোচ।
এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে ইসলামাবাদ ইউনাইটেড ফ্র্যাঞ্চাইজি। পিএসএল-২ এ ইয়োহান বোথা ইসলামাবাদ ইউনাইটেডের ফিল্ডিং কোচ হিসাবে কাজ করেছেন।
ইসলামাবাদ ইউনাইটেডের মালিক আলি নাকভি ইয়োহান বোথার নিয়োগ সম্পর্কে বলেন, ‘ইয়োহান ২০১৭ সালে আমাদের দলের অংশ ছিলেন। আমরা আশাবাদী তার মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারব।’
We are excited to announce @johan_botha as our new Head Coach.
He was part of #ISLU’s coaching staff in PSL 2 & has had great success in the CPL. Botha is delighted to be back at ISLU.
Welcome back to the #ISLUFamily ????????
PR: https://t.co/pi6geRIyCq#UnitedWeWin pic.twitter.com/3iz9IvuTLf
— Islamabad United (@IsbUnited) December 25, 2020
এর আগে বৃহস্পতিবার ফ্র্যাঞ্চাইজিটি জানায় পাকিস্তান দলের প্রধান কোচ মিসবাহ উল হককে তারা আর প্রধান কোচ হিসাবে রাখছে না, কনফ্লিক্ট অব ইন্টারেস্টের কারণে।
#ISLU will not be renewing @captainmisbahpk’s already expired head coach contract given his commitments with the National team. We thank him for his great contribution to ISLU. We wish him the very best of luck with the ???????? National Team.
PR: https://t.co/Ql6N1ex8zt#UnitedWeWin pic.twitter.com/n4eOEDqZjY
— Islamabad United (@IsbUnited) December 24, 2020