বাংলা টাইগার্সে আফিফ, একই দলে তাসকিন-মোসাদ্দেক

টি-টেন লিগে একই দলে তাসকিন-মোসাদ্দেক
Vinkmag ad

টি-টেন ক্রিকেট লিগে বাংলাদেশি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্স দলে ডাক পেলেন বাংলাদেশি অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। ড্রাফট থেকে আফিফকে দলে টানে বাংলা টাইগার্স। এছাড়া তাসকিন, মোসাদ্দেককে দলে ভিড়িয়েছে মারাঠা অ্যারাবিয়ান্স ফ্র্যাঞ্চাইজি।

আরো পড়ুনঃ দল পেয়েছেন মেহেদী হাসান 

টুর্নামেন্টকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হচ্ছে টি-টেন লিগের তৃতীয় মৌসুমের প্লেয়ার্স ড্রাফট। ড্রাফট অনুষ্ঠান শুরুর পরই মোসাদ্দেক হোসেন সৈকতকে দলে নিয়েছে মারাঠা অ্যারাবিয়ান্স। এরপর একই দল তাসকিন আহমেদকেও দলে ভিড়িয়েছে।

পরবর্তী আসরের জন্য বাংলা টাইগার্স ফ্র্যাঞ্চাইজি দল গোছানো শুরু করেছে আগে থেকেই। তাঁদের নতুন আইকন ক্রিকেটার লঙ্কান অলরাউন্ডার ইসুরু উদানা। এবারও দলে আছেন আন্দ্রে ফ্লেচার, কায়েস আহমেদ, টম মুরস, চিরাগ সুরি। প্লেয়ার্স ড্রাফট থেকে তারা দলে টানল বাংলাদেশের আফিফ হোসেন ধ্রুবকে।

আবুধাবি টি১০ ক্রিকেট লিগে গতবছরই প্রথম অংশ নেয় বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি দল বাংলা টাইগার্স। গত আসরে ফাইনাল খেলতে না পারলেও তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে বাংলা টাইগার্স।

২০২১ এর জানুয়ারির ২৮ তারিখ শুরু হচ্ছে টি-১০ আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ৬ ফেব্রুয়ারি।

৯৭ ডেস্ক

Read Previous

ওয়ানডেতে বাংলাদেশ ফেভারিট, টেস্টে আইডিয়া নেই!

Read Next

পুনে ডেভিলস দলে ভেড়াল নাসির হোসেনকে

Total
28
Share