

আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট অর্জন করেছেন নিউজিল্যান্ড ওপেনার টিম সেইফার্ট ও ফাস্ট বোলার টিম সাউদি। পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে (২-১ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা) দারুণ পারফর্ম করেছেন দুজনই।
ক্যারিয়ার সেরা ৬৮৫ রেটিং পয়েন্ট নিয়ে ২৪ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৯ম অবস্থানে উঠে এসেছেন টিম সেইফার্ট। সিরিজসেরা সেইফার্ট ১৭৬ রান করেন সিরিজে। হ্যামিল্টনে খেলেন ৬৩ বলে ক্যারিয়ার সেরা অপরাজিত ৮৪ রানের ইনিংস। এর আগে আগস্টে ৩২ নম্বরে উঠেছিলেন সেইফার্ট, যা ছিল এর আগে তার সর্বোচ্চ অবস্থান।
সিরিজে ৬ উইকেট নেওয়া টিম সাউদি ক্যারিয়ার সেরা ৬৩৬ রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ৭ম অবস্থানে।
এছাড়া নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে ১০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬২ নম্বরে। ১৫ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৭২ নম্বর অবস্থানে উঠে এসেছেন গ্লেন ফিলিপস। ৪২ ধাপ এগিয়ে বোলারদের র্যাংকিংয়ে ৯২ নম্বরে আছেন স্কট কুগেলেইন।
সিরিজে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। ৩ ম্যাচে ১৪০ রান করে ১৪ ধাপ এগিয়ে ৩৩ নম্বরে উঠে এসেছেন হাফিজ। লম্বা লাফ দিয়েছেন শেষ ম্যাচে ৫৯ বলে ৮৯ রান করা মোহাম্মদ রিজওয়ান। সিরিজে ১২৮ রান করা রিজওয়ান ১৫২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৫৮ নম্বরে।
বোলারদের মধ্যে ফাহিম আশরাফ এগিয়েছেন ২২ ধাপ, আছেন ১৩ নম্বরে। ১১ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৬ নম্বর অবস্থানে আছেন শাহীন শাহ আফ্রিদি। গতিতারকা হারিস রউফ এগিয়েছেন ৪২ ধাপ, আছেন ৬৭ নম্বরে।
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষ ১০ ব্যাটসম্যান-
১. ডেভিড মালান (ইংল্যান্ড)- ৯১৫
২. বাবর আজম (পাকিস্তান)- ৮২০
৩. লোকেশ রাহুল (ভারত)- ৮১৬
৪. অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)- ৮০৮
৫. র্যাসি ভ্যান ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা)- ৭৪৪
৬. গ্লেন ম্যক্সওয়েল (অস্ট্রেলিয়া)- ৭০১
৭. ভিরাট কোহলি (ভারত)- ৬৯৭
৮. কলিন মুনরো (নিউজিল্যান্ড)- ৬৯৫
৯. টিম সেইফার্ট (নিউজিল্যান্ড)- ৬৮৫
১০. হযরতউল্লাহ জাজাই (আফগানিস্তান)- ৬৭৬
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষ ১০ বোলার-
১. রাশিদ খান (আফগানিস্তান)- ৭৩৬
২. মুজিব উর রহমান (আফগানিস্তান)- ৭৩০
৩. আদিল রশিদ (ইংল্যান্ড)- ৭০০
৪. অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)- ৬৮৫
৫. তাব্রাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা)- ৬৮০
৬. অ্যাশটন অ্যাগার (অস্ট্রেলিয়া)- ৬৬৪
৭. টিম সাউদি (নিউজিল্যান্ড)- ৬৩৬
৮. শেলডন কটরেল (ওয়েস্ট ইন্ডিজ)- ৬৩৪
৯. মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড)- ৬২৮
১০. ক্রিস জর্ডান (ইংল্যান্ড)- ৬১৮
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষ ৫ অলরাউন্ডার-
১. মোহাম্মদ নবি (আফগানিস্তান)- ২৯৪
২. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ২৬৮
৩. গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)- ২২০
৪. রিচি বেরিংটন (স্কটল্যান্ড)- ১৯৪
৫. শন উইলিয়ামস (জিম্বাবুয়ে)- ১৯০