

করোনার কারণে দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ওয়ানডের সাথে থাকছে দুই টেস্ট ম্যাচ সিরিজ। করোনা পরবর্তী সময়ে সবচেয়ে বেশি সফর করা ক্যারিবিয়ানরা অবশ্য হেরেছে সর্বশেষে দুই টেস্ট সিরিজেই। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক বলছেন ওয়েস্ট ইন্ডিজের বাজে ফর্ম ইতিবাচকভাবে এগিয়ে রাখতে পারে বাংলাদেশকে।
জুলাইয়ে ইংল্যান্ড সফরে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেট প্রত্যাবর্তনের অংশ হয় ওয়েস্ট ইন্ডিজ। ওল্ড ট্রাফোর্ডে প্রথম টেস্ট জিতেও নেয় জেসন হোল্ডারের দল। তবে পরের দুই টেস্টে হেরে সিরিজও হেরেছে ২-১ ব্যবধানে। এরপর চলতি মাসের শুরুতে নিউজিল্যান্ড সফরে গিয়ে দুই টেস্ট সিরিজে হয়েছে ধবলধোলাই। দুই ম্যাচেই সঙ্গী হয় ইনিংস ব্যবধানে হার।
একদিকে ওয়েস্ট ইন্ডিজের বাজে ফর্ম, লম্বা সময় জৈব সুরক্ষিত বলয়ে থাকার অভিজ্ঞতা অন্যদিকে বাংলাদেশের দীর্ঘ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা। সবমিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের সাম্প্রতিক বাজে ফর্মকে নিজেদের জন্য ইতিবাচক বলছে টাইগারদের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
View this post on Instagram
আজ (২২ ডিসেম্বর) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এভাবে ধরতে গেলে অনেক কিছুই চলে আসবে। ওরা এর আগে তিন-চারটা সিরিজ খেলেছে। জৈব সুরক্ষায় খেলেছে। মানসিকভাবে একটু পিছিয়ে থাকতে পারে। অবশ্য একটা টেস্ট সিরিজ হেরে আসলে এটা আমাদের জন্য একটা ইতিবাচক দিক।’
টানা হারের মধ্যে থাকলেও ক্যারিবিয়ানদের বিপক্ষে জিততে নিজেদের শতাভাগ দিতে হবে বলেও জানান মুমিনুল, ‘ওরা টানা সিরিজ হেরে আসছে এর মানে এই না যে ওদের আপনি এখানে হারিয়ে দেবেন। ওদের সঙ্গে খেলতে হলে আপনার পুরো চেষ্টা দিয়েই খেলতে হবে। ইতিবাচক দিক একটাই, ওরা একটু হতাশ থাকবে। তবে এর মানে এই না যে ওদের আপনি ছেড়ে দেবেন।’
টানা দুই টেস্ট সিরিজে হারা ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের বিপক্ষে জিততেই হবে মানসিকতা নিয়েও নামতে পারে। আর এদিক থেকেও বাংলাদেশ এগিয়ে থাকবে বলে মত টাইগার কাপ্তানের, ‘এটাও হতে পারে যে ওরা এই সিরিজ জয়ের জন্য অতিরিক্ত চাপ নিয়ে নেবে। ওরা তিনটা সিরিজ জৈব সুরক্ষা বলয়ে ছিল। এটাও সহজ না। বাংলাদেশ সেদিক থেকে অনেকটা ফ্রেশ মানসিকতা নিয়ে নামবে।’