

আবুধাবি টি-টেন লিগের পরবর্তী আসর মাঠে গড়াচ্ছে আগামী মাসে। ইতোমধ্যে দল গুছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ঘরের দল আবুধাবির চমক হয়ে এই আসরে আইকন প্লেয়ার হিসেবে নাম লিখিয়েছেন সীমিত ওভারের ক্রিকেটে বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল।
২০১৮ সালের টি-টেন লিগে কেরালা নাইটসের হয়ে খেলা ক্যারিবিয়ান ব্যাটিং দানব অবশ্য গত মৌসুমে নিজেকে এই টুর্নামেন্ট থেকে সরিয়ে রাখেন। গেইলকে আসন্ন আসরে নিজেদের দলে অন্তর্ভূক্ত করার এক টুইটার পোস্টে নিশ্চিত করে টিম আবুধাবি।
গেইলের ছবি সম্বলিত এক পোস্টে নিজেদের অফিসিয়াল টুইটারে টিম আবু ধাবি জানায়, ‘দ্য ইউনিভার্স বস…স্বাগতম টিম আবুধাবিতে।’
𝓣𝓱𝓮 𝓤𝓷𝓲𝓿𝓮𝓻𝓼𝓮 𝓑𝓸𝓼𝓼…
Welcome to Team Abu Dhabi, @henrygayle 😎🪐#AbuDhabiT10 #TeamAbuDhabi pic.twitter.com/xnl6ZGm1bt
— Team Abu Dhabi Cricket (@TeamADCricket) December 19, 2020
এক ভিডিও বার্তায় নিজের খেলার খবর নিশ্চিত করে ক্রিস গেইল বলেন ‘গেইল ঝড় আসছে…’
A Gayle storm is coming…🌪 @TeamADCricket #InAbuDhabu #TeamAbuDhabi #ChrisGayle pic.twitter.com/dTwUV6UN6Z
— T10 League (@T10League) December 19, 2020
টিম আবুধাবির হয়ে গেইল সতীর্থ হিসেবে পাচ্ছেন লুক রাইট, অভিষেক ফার্নান্দোকে। দলটির চারজন রিটেইনড ক্রিকেটার হলেন লুক রাইট, আভিষ্কা ফার্নান্দো, রোহান মুস্তফা ও হেইডেন ওয়ালশ।
কেরালা নাইটসের হয়ে ২০১৮ মৌসুমে অবশ্য জ্বলে উঠতে পারেননি ক্যারিবিয়ান ব্যাটীং দানব। আসরে ৫ ম্যাচে রান করেছেন ৮১, স্ট্রাইক রেট ১৪৪.৬৪!
গত মৌসুমে টিম আবুধাবি ৬ষ্ঠ অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে। আবারের আসর শুরু হবে ২৮ জানুয়ারি, যার পর্দা নামবে ৬ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে।
এদিকে টি-টেন লিগে বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্সের আইকন খেলোয়াড় হিসেবে আছেন শ্রীলঙ্কান ইসুরু উদানা। লাহোর কালান্দার্সের আইকন ক্রিকেটার পাকিস্তানি তারকা শহীদ আফ্রিদি। আলফা স্পোর্টসের মালিকানাধীন নতুন ফ্র্যাঞ্চাইজি পুনে ডেভিলসের কোচ হিসাবে থাকবেন জন্টি রোডস। দলের হয়ে খেলবেন থিসারা পেরেরা, মোহাম্মদ আমিররা।