

পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি আসন্ন আবুধাবি টি-১০ লিগে কালান্দার্সের আইকন ক্রিকেটার হিসাবে খেলবেন। ২০২১ সালের ২৮ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে মাঠে গড়াবে এই লিগ।
কালান্দার্সের প্রধান নির্বাহী শামীন রানা আফ্রিদিকে দলে পাওয়া প্রসঙ্গে বলেন, ‘শহীদ আফ্রিদি একজন অভিজ্ঞ ও রোমাঞ্চকর ক্রিকেটার। এই মৌসুমের আবুধাবি টি-১০ লিগে তাকে আবার আইকন ক্রিকেটার হিসাবে দলে পেয়ে আমরা গর্বিত। আমরা তাকে কালান্দার্স পরিবারে স্বাগত জানাতে মুখিয়ে আছি এবং আশা করছি তার উপস্থিতি এই মৌসুমে দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’
🥁🚨 ICON SIGNING 🏏🥁@QalandarsT10 have announced the one and only Boom Boom Afridi will be their Icon Player at the #AbuDhabiT10! 🙌
Are you backing the legendary Pakistan all-rounder to take them to the trophy? 🏆 #InAbuDhabi #T10Cricket #Qalandars @SAfridiOfficial pic.twitter.com/NoJZfLs6Zq
— T10 League (@T10League) December 19, 2020
We are pleased to announce the Pride of Pakistan 🇵🇰 @SAfridiOfficial will be our Icon Player for the 2nd edition of #AbuDhabiT10! 😍
We welcome you again to the #Qalandars squad & look forward to an amazing season with you! ❤️#DamaDamMast #MainHoonQalandar #Dilse pic.twitter.com/rmizuB949v— Qalandars (@QalandarsT10) December 19, 2020
২০১৯ সালেও আফ্রিদি এরকম চুক্তি করেছিলেন। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাকিস্তানের সকল ক্রিকেটারকে (অ্যাকটিভ ও রিটায়ার্ড) এই লিগে খেলতে এনওসি দেয়নি। শুরুতে ড্রাফটের জন্য সম্মতি দিয়েও পরবর্তীতে সিদ্ধান্ত বদলায় পিসিবি।
টুর্নামেন্টের ৪র্থ আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি পুনে ডেভিলস আত্মপ্রকাশ করছে। উল্লেখ্য, আইসিসি অনুমোদিত একমাত্র টি-১০ টুর্নামেন্ট আবুধাবি টি-১০ লিগ। আলফা স্পোর্টসের মালিকানাধীন পুনে ডেভিলসের কোচ হিসাবে থাকবেন জন্টি রোডস। দলের হয়ে খেলবেন থিসারা পেরেরা, মোহাম্মদ আমিররা।