

দেশের ক্রিকেটারদের নিয়ে আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পর্দা নেমেছে আজ (১৮ ডিসেম্বর)। টুর্নামেন্টে আলো ছড়িয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। যাদের মধ্যে কয়েকজনের পারফরম্যান্সে মুগ্ধ বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল চলাকালীন সময়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি বস কয়েকজনের নাম আলাদা করে বলেন। জাতীয় দলের ক্রিকেটারদের ভাল করতে দেখে খুশি তিনি।
নাজমুল হাসান পাপন বলেন, ‘আমার তো কয়েকটা ছেলের খেলা খুব ভালো লেগেছে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার তারাও ভালো করেছে। উদাহরণস্বরূপ, মুস্তাফিজের বল আমার কাছে খুবই ভালো লেগেছে। রুবেলও ভালো করেছে।’
‘ব্যাটিংয়ে দেখলে লিটন দাস, সৌম্য ভালো খেলেছে। রিয়াদ আজকেও অসাধারণ ইনিংস খেলেছে। শান্ত, আমার কাছে মনে হচ্ছে ওর কনফিডেন্স লেভেলটা দিন দিন বাড়ছে এবং ভবিষ্যতের জন্য একটা খুব ভালো প্লেয়ার সংযোজন হয়েছে। আফিফের খেলা ভালো লেগেছে।’
বিশ্বজয়ী যুবাদের পারফরম্যান্স নজরে পড়েছে বিসিবি সভাপতির। এছাড়া জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের নাম নিয়ে বিসিবি সভাপতি বলেন কম্বিনেশন ও অপশন পাওয়া গেছে।
‘নতুনদের মধ্যে শরিফুলের খেলা খুব ভালো লেগেছে, তাসকিনের বলও ভালো হয়েছে। ইমন (পারভেজ হোসেন ইমন) ছেলেটার ব্যাটিং ভালো লেগেছে, ইয়াসির রাব্বির ব্যাটিং ভালো লেগেছে। নতুন-পুরনো মিলিয়ে একটা ভালো কম্বিনেশন আমরা দেখেছি, এখন আমাদের কাছে অনেক অপশন আছে।’
‘ইভেন আপনি যদি মেহেদীর কথা বলেন, বেশ অ্যাগ্রেসিভ একটা প্লেয়ার টি-টোয়েন্টির জন্য। আমাদের ফিউচারের জন্য মূল্যবান হতে পারে। আমি বলছি বেশ কিছু প্লেয়ার আমরা পেয়েছি যারা আমাদের পাইপলাইনটাকে অনেক স্ট্রং করেছে এই টুর্নামেন্টের মধ্য দিয়ে।’