হতাশ ওয়ার্নার ফিরবেন বক্সিং ডে টেস্টে

ডেভিড ওয়ার্নার ক্যান্ডিস ওয়ার্নার
Vinkmag ad

অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ফেরার ব্যাপারে আশাবাদী। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে শেষ ওয়ানডে ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মিস করার পর অ্যাডিলেডে ১ম টেস্টেও খেলতে পারছেন না।

ভারতের বিপক্ষে ২য় ওয়ানডে ম্যাচে ফিল্ডিং করার সময় গ্রোয়েন ইনজুরির শিকার হন ওয়ার্নার।

অস্ট্রেলিয়ার স্পোর্টস রেডিও নেটওয়ার্ক এসইএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়ার্নার বলেন, ‘ মেলবোর্ন টেস্ট নিয়ে আমি আশাবাদী এবং আমি তা মিস করতে চাই না।’

‘ইনজুরির কারণে ১ম টেস্ট খেলতে পারছি না বলে আমি ভীষণ হতাশ।’

‘বড় সিরিজে এমন একটি টেস্ট মিস করাটা সত্যিই হতাশাজনক। আমি জানি আমার সতীর্থরা তাদের সেরাটাই খেলবে।’

মেলবোর্ন টেস্টের আগে ৯ দিন সময় পাচ্ছেন ওয়ার্নার। এর মাঝে পূনর্বাসনে নিজেকে টেস্টের জন্য ফিট করতে মরিয়া এ ওপেনার।

‘আশা করি আমি উঠে দাঁড়াবো এবং দ্রুত গতি নিয়ে দৌড়াতে পারবো।’

‘আমি এক ঘন্টায় ১৪ কিলোমিটার দৌড়েছি (ঘন্টায় ৮.৭ মাইল)। আশা করি পরের সপ্তাহে ঘন্টায় ২৬-৩০ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে পারবো।’

‘যদি আমি উইকেট থেকে উইকেট ভালোভাবে দৌড়াতে পারি এবং পরের সপ্তাহের শেষে ভালো ফিল্ডিং করতে পারি, তাহলে আমি নিজেকে প্রস্তুত মনে করবো।’

৯৭ ডেস্ক

Read Previous

১ম টি-টোয়েন্টির জন্য পাকিস্তানের স্কোয়াড ঘোষণা

Read Next

অভিমানে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন আমির

Total
1
Share