উইজডেনের চোখে বর্ষসেরা ওয়ানডে একাদশ

উইজডেনের চোখে বর্ষসেরা ওয়ানডে একাদশ
Vinkmag ad

উইজডেন সম্প্রতি প্রকাশ করেছে ২০২০ সালের বর্ষসেরা ওয়ানডে একাদশ। উইজডেন ডট কমের ইয়াস রানা, আদিয়া শর্মা, মনোজ নারায়ন ও বেন গার্ডনার মিলে বেছেছেন চলতি বছরের সেরা ওয়ানডে একাদশ।

করোনা ভাইরাসের কারণে ২০২০ সালের বড় একটা সময় আন্তর্জাতিক খেলা মাঠে গড়ায়নি। পরবর্তীতে মাঠে গড়ালেও তা পরিমাণে খুব বেশি নয়।

২০১৯ সালের ৪ ডিসেম্বর থেকে ২০২০ সালের ৪ ডিসেম্বর পর্যন্ত সময়ের রেকর্ড আমলে নিয়ে একাদশ সাজিয়েছে উইজডেন।

আরো পড়ুনঃ উইজডেনের চোখে বর্ষসেরা টেস্ট একাদশ (২০২০)

অস্ট্রেলিয়ার সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক অ্যারন ফিঞ্চ এই দলের ওপেনার, দলকে নেতৃত্বও দিবেন তিনি। ২০১৯ সালের ৪ ডিসেম্বর থেকে ২০২০ সালের ৪ ডিসেম্বর পর্যন্ত সময়ে ১৩ ওয়ানডে খেলে ৫৬.০৮ গড়ে ৬৭৩ রান করেছেন।

উদ্বোধনী জুটিতে অ্যারন ফিঞ্চের সঙ্গী ভারতের লোকেশ রাহুল, দলের উইকেটরক্ষক তিনি। উল্লেখিত সময়ে লোকেশ রাহুল ১২ ম্যাচে ৫৭.০৯ গড়ে করেছেন ৬২৮ রান।

তিনে নামবেন অজি তারকা স্টিভ স্মিথ। এই সময়ে ১০ ম্যাচে ৬৩.১১ গড়ে করেছেন ৫৬৮ রান। করেছেন ৩ টি সেঞ্চুরি।

চার নম্বরে নামবেন ওয়েস্ট ইন্ডিজের বিদ্ধ্বংসী ব্যাটসম্যান নিকোলাস পুরান। ৯ ম্যাচে ১১৪ এর বেশি স্ট্রাইক রেটে ৩৯৭ রান করেছেন তিনি, গড় ৫৬.৭১।

ইংল্যান্ডের স্যাম বিলিংস নামবেন পাচ নম্বরে। এই সময়ে ৬ ম্যাচে ৭৮.৭৫ গড়ে বিলিংস করেন ৩১৫ রান। ম্যানচেস্টারে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন ১১৮ রানের ইনিংস।

অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও ভারতের রবীন্দ্র জাদেজা দলে অলরাউন্ডার হিসাবে আছেন। ৬ ম্যাচে ম্যাক্সওয়েল ৭০.৬০ গড়ে করেছেন ৩৫৩ রান। জাদেজা ১২ ম্যাচ খেলে করেছেন ২৯৩ রান, নিয়েছেন ১০ উইকেট।

পেস আক্রমণে আছেন ওয়েস্ট ইন্ডিজের আলঝারি জোসেফ (৯ ম্যাচে ২২ উইকেট), দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি (৪ ম্যাচে ১২ উইকেট) ও অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড (১০ ম্যাচে ১৬ উইকেট)। স্পিনার হিসাবে আছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা (১৩ ম্যাচে ২৭ উইকেট)।

উইজডেনের চোখে বর্ষসেরা ওয়ানডে একাদশ (২০২০):

অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া, অধিনায়ক), লোকেশ রাহুল (ভারত, উইকেটরক্ষক), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), স্যাম বিলিংস (ইংল্যান্ড), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), রবীন্দ্র জাদেজা (ভারত), আলঝারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ), লুঙ্গি এনগিডি (দক্ষিণ আফ্রিকা), জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া) ও অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)।

৯৭ ডেস্ক

Read Previous

এলপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন জাফনা স্ট্যালিয়ন্স

Read Next

১ম টি-টোয়েন্টির জন্য পাকিস্তানের স্কোয়াড ঘোষণা

Total
13
Share