

নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়েই ক্রিকেটে প্রত্যাবর্তন করেছিলেন সাকিব আল হাসান। জেমকন খুলনার হয়ে খেলেছেন ৯ টি ম্যাচ। তবে ফাইনালের আগেই জেমকন খুলনা শিবির ছেড়ে যুক্তরাষ্ট্রের বিমান ধরতে হয় সাকিব আল হাসানকে।
স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পিতা (সম্পর্কে সাকিব আল হাসানের শশুর) এর শারীরিক অসুস্থতার খবর পেয়ে টিম ম্যানেজমেন্টের অনুমতি নিয়েই হোটেল ত্যাগ করেছিলেন সাকিব।
গতকাল রাতে আমেরিকার বিমানে ওঠা সাকিব গন্তব্যে পৌছাবেন আজ বাংলাদেশ সময় শেষ রাতের দিকে। তবে যেয়ে শশুরকে জীবিত দেখতে পাবেন না।
সাকিবের পারিবারিক সূত্রের খবর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন সাকিবের শশুর মমতাজ উদ্দিন সরকার। তবে দিনকয়েক আগে তার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটে।