

পিঠের ইনজুরির কারণে চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকবেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার লকি ফার্গুসন। যদিও ক্রিকেট বোর্ড জানিয়েছে এক্ষেত্রে কোন কোন সার্জারির প্রয়োজন পড়বে না ফার্গুসনের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ইনজুরিতে আক্রান্ত হন ফার্গুসন। ২৯ বছর বয়সী এ বোলার ইতোমধ্যে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন।
‘লকির জন্য আমাদের সবার দুঃখবোধ হচ্ছে,’ ফার্গুসনের ইনজুরি নিয়ে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড এক বিবৃতি দিয়েছেন।
‘ইনজুরি খেলাধুলারই একটি অংশ। কিন্তু কেউ যখন দুর্দান্ত ফর্মে থাকে, তখন ইনজুরিতে আক্রান্ত হওয়াটা খুবই হতাশার।’
‘পেস ও স্কিলের দিক সে খুবই দুর্দান্ত। তার ধারাবাহিক পারফরম্যান্স তাকে বর্তমানে বিশ্বে সীমিত ওভারের ক্রিকেটে অন্যতম সেরা বোলারে পরিণত করেছে। সে আমাদের জন্য সম্পদ।’
‘লকি চমৎকার চরিত্রের অধিকারী এবং আশা করি পুনর্বাসন শেষে দ্রুত দলে ফিরে আসবে। আশা করছি গ্রীষ্মের শেষে তাকে আবার মাঠে লড়তে দেখা যাবে,’ স্টিড বলেন।
পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেব্রুয়ারির শেষের দিকে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। এছাড়াও বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ব্ল্যাকক্যাপসরা, যা শেষ হবে ২৮ মার্চ।