

পায়ের পাতার ইনজুরির জন্য পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। তবে প্রধান স্পিনার আজাজ প্যাটেলের দলে ফিরে আসার সম্ভাবনা দেখছেন নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড।
ইনজুরির কারণে দুইজনই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারেননি। সোমবার ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ক্যারিবিয়ানদের এক ইনিংস ও ১২ রানে হারায় ব্ল্যাকক্যাপসরা। এর আগে হ্যামিল্টনে প্রথম টেস্টেও এক ইনিংস ও ১৩৪ রানে জয় পায় তারা।
‘গ্র্যান্ডহোমের ডান পায়ের পাতায় ইনজুরি রয়েছে,’ মঙ্গলবার ওয়েলিংটনে প্রতিবেদকদের বলেন কোচ স্টিড।
‘আমরা তাকে এখনও দৌড়াতে দেখিনি। এরপর তার বোলিংয়ের ব্যাপার তো রয়েছেই। আশা করি জানুয়ারির মাঝামাঝি সময়ে তাকে আমরা ফিরে পাবো।’
কাফ ইনজুরি থেকে সুস্থ হওয়ার পর হোয়াঙ্গারেইতে নিউজিল্যান্ড ‘এ’ দলের সাথে সময় কাটিয়েছেন স্পিনার আজাজ প্যাটেল।
‘আমরা আশা করছি পাকিস্তানের বিপক্ষে আজাজ প্যাটেল যেন দলে ফিরে আসে। আমরা তাকে দেখার অপেক্ষায় আছি,’ কোচ স্টিড বলেন।
পাকিস্তানের বিপক্ষে ২য় ও ৩য় টি-টোয়েন্টিতে অধিনায়ক কেন উইলিয়ামসনের গিরে আসার সম্ভাবনা দেখছেন স্টিড। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২য় টেস্ট সরে দাঁড়িয়েছিলেন উইলিয়ামসন।
উইলিয়ামসনের ১ম সন্তান যেকোন সময় ভূমিষ্ঠ হতে পারে। যদিও উইলিয়ামসনের ফিরে আসার অপেক্ষায় আছেন স্টিড।
শুক্রবার অকল্যান্ডে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ১ম ম্যাচে মাঠে নামবে নিউজিল্যান্ড। রবিবার হ্যামিল্টনে এবং ২২ ডিসেম্বর মঙ্গলবার নেপিয়ারে যথাক্রমে ২য় ও ৩য় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজে লড়বে দুই দল।