

গতকাল থেকে ক্রিকেট পাড়া সরগরম মুশফিকুর রহিম ইস্যুতে। খেলা চলাকালীন মাঠেই সতীর্থ নাসুম আহমেদকে একাধিকবার মারতে উদ্যত হয়েছিলেন বেক্সিমকো ঢাকার অধিনায়ক। এমন অপেশাদার ও অখেলোয়াড়সুলভ আচরণে সমালোচনা চলছিল।
আজ সকালে ঐ ঘটনার জন্য নিজের ভুল স্বীকার করে ক্ষমাও চান মুশফিকুর রহিম। তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে নামার আগে দুঃসংবাদ শুনেছেন মুশফিক। এই ঘটনার জেরে বিসিবি তাকে শাস্তি দিয়েছে।
View this post on Instagram
বিসিবির কোড অব কন্ডাক্ট ভাঙা মুশফিকুর রহিমকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সাথে তার নামের পাশে যুক্ত হয়েছে এক ডিমেরিট পয়েন্ট। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ১ম এলিমিনেটরে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচে সতীর্থ নাসুম আহমেদের সঙ্গে অখেলোয়াড়সুলভ আচরণ করে বসেন বেক্সিমকো ঢাকার অধিনায়ক।
সতীর্থ খেলোয়াড়ের দিকে অপমানমূলক ইঙ্গিত দিয়েছেন মুশফিক, যা বিসিবির কোড অব কন্ডাক্ট (২.৬) অনুযায়ী লেভেল ১ এর অপরাধ।
২৫ শতাংশ ম্যাচ ফি জরিমানার পাশাপাশি মুশফিকুর রহিমের ডিসিপ্লিনারি রেকর্ডে যুক্ত হয়েছে এক ডিমেরিট পয়েন্ট।
বিসিবির কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ৭.৫ অনুযায়ী টুর্নামেন্টে মুশফিকুর রহিম যদি চার ডিমেরিট পয়েন্ট পেয়ে যান তাহলে তার কারণে তিনি এক ম্যাচ নিষিদ্ধ হবেন।
কোড অব কন্ডাক্ট ভাঙার লেভেল ১ এর অপরাধের সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক ওয়ার্নিং এবং সর্বোচ্চ শাস্তি ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা, সাথে ১ বা ২ ডিমেরিট পয়েন্ট।
মুশফিকের বিরুদ্ধে অভিযোগ আনেন অন ফিল্ড আম্পায়ার গাজী সোহেল ও মাহফুজুর রহমান, তৃতীয় আম্পায়ার মাসুদুল রহমান মুকুল ও চতুর্থ আম্পায়ার মুজাহিদুজ্জামান স্বপন। অভিযোগ আমলে নিয়ে শাস্তি দেন ম্যাচ রেফারি এএসএম রকিবুল হাসান।
মুশফিকুর রহিম শাস্তি মেনে নেওয়ায় এই ব্যাপারে আর আনুষ্ঠানিক শুনানীর দরকার পড়েনি।
Media Release.https://t.co/n4A356VqA8
— Bangladesh Cricket (@BCBtigers) December 15, 2020