

২০২২ নারী ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি। ৪ মার্চ, ২০২২ বে ওভালে উদ্বোধনী ম্যাচে খেলবে আয়োজক দেশ নিউজিল্যান্ড। আইসিসির এই মেগা ইভেন্টে ৩১ দিন ধরে ৩১ টি ম্যাচ হবে। নিউজিল্যান্ডের ছয়টি শহরের ৬ মাঠে বসবে বিশ্বকাপের এই আসর। ফাইনাল হবে ৩ এপ্রিল, ২০২২ ক্রাইস্টচার্চের হেগলি ওভালে।
🔷 An opening match at the Bay Oval in Tauranga 👀
🔷 A Trans-Tasman show at the Basin Reserve 🇳🇿 🇦🇺
🔷 Final under lights at the Hagley Oval 🏟️The schedule for the 2022 ICC Women's World Cup has been announced 📢
— ICC (@ICC) December 15, 2020
মোট ৩১টি ম্যাচ হবে আইসিসির এই মেগা ইভেন্টে। ক্রাইস্টচার্চে ৩ এপ্রিল আয়োজিত হবে ফাইনাল। দুই সেমিফাইনাল আয়োজিত হবে ৩০ এবং ৩১ মার্চ। এই বিশ্বকাপে নকআউটের সব ম্যাচেই থাকছে রিজার্ভ ডে।
আটটি দল রাউন্ড রবিন লিগে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে খেলার পর চারটি দল সেমি ফাইনালে উঠবে।
আট দলের ২০২২ মহিলা বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই পাঁচটি দল কোয়ালিফাই করেছে; নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ভারত। ২০২১ সালে শ্রীলঙ্কায় আয়োজিত কোয়ালিফায়ার থেকে বাকি তিনটি দল ২০২২ বিশ্বকাপের মূল পর্বে খেলার ছাড়পত্র পাবে। ২০২১ সালে ২৬ জুন থেকে ১০ জুলাই বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচগুলি হবে।
It's here 🗓️
Which clash are you most looking forward to?#WWC22 pic.twitter.com/HcKdxzaEbG
— ICC (@ICC) December 15, 2020
এক নজরে ২০২২ নারী ক্রিকেট বিশ্বকাপের সূচি-
৪ মার্চ ২০২২- নিউজিল্যান্ড বনাম কোয়ালিফায়ার, (বে ওভাল, তরঙ্গা)
৫ মার্চ ২০২২- দক্ষিণ আফ্রিকা বনাম কোয়ালিফায়ার, (ইউনিভার্সিটি ওভাল, ডানেডিন)
৫ মার্চ ২০২২- অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, (সেডন পার্ক, হ্যামিলটন)
৬ মার্চ ২০২২- ভারত বনাম কোয়ালিফায়ার, (বে ওভাল, তরঙ্গা)
৭ মার্চ ২০২২- নিউজিল্যান্ড বনাম কোয়ালিফায়ার, (ইউনিভার্সিটি ওভাল, ডানেডিন)
৮ মার্চ ২০২২- অস্ট্রেলিয়া বনাম কোয়ালিফায়ার, (বে ওভাল, তরঙ্গা)
৯ মার্চ ২০২২- ইংল্যান্ড বনাম কোয়ালিফায়ার, (ইউনিভার্সিটি ওভাল, ডানেডিন)
১০ মার্চ ২০২২- ভারত বনাম নিউজিল্যান্ড, (সেডন পার্ক, হ্যামিলটন)
১১ মার্চ ২০২২- দক্ষিণ আফ্রিকা বনাম কোয়ালিফায়ার, (বে ওভাল, তরঙ্গা)
১২ মার্চ ২০২২- ভারত বনাম কোয়ালিফায়ার, (সেডন পার্ক, হ্যামিলটন)
১৩ মার্চ ২০২২- নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, (বেসিন রিজার্ভ, ওয়েলিংটন)
১৪ মার্চ ২০২২- দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, (বে ওভাল, তরঙ্গা)
১৪ মার্চ ২০২২- কোয়ালিফায়ার বনাম কোয়ালিফায়ার, (সেডন পার্ক, হ্যামিলটন)
১৫ মার্চ ২০২২- অস্ট্রেলিয়া বনাম কোয়ালিফায়ার, (বেসিন রিজার্ভ, ওয়েলিংটন)
১৬ মার্চ ২০২২- ভারত বনাম ইংল্যান্ড, (বে ওভাল, তরঙ্গা)
১৭ মার্চ ২০২২- নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, (সেডন পার্ক, হ্যামিলটন)
১৮ মার্চ ২০২২- কোয়ালিফায়ার বনাম কোয়ালিফায়ার, (বে ওভাল, তরঙ্গা)
১৯ মার্চ ২০২২- ভারত বনাম অস্ট্রেলিয়া (ইডেন পার্ক, অকল্যান্ড)
২০ মার্চ ২০২২- নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড (ইডেন পার্ক, অকল্যান্ড)
২১ মার্চ ২০২২- কোয়ালিফায়ার বনাম কোয়ালিফায়ার (সেডন পার্ক, হ্যামিলটন)
২২ মার্চ ২০২২- ভারত বনাম কোয়ালিফায়ার (সেডন পার্ক, হ্যামিলটন)
২২ মার্চ ২০২২- দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া (বেসিন রিজার্ভ, ওয়েলিংটন)
২৪ মার্চ ২০২২- দক্ষিণ আফ্রিকা বনাম কোয়ালিফায়ার (বেসিন রিজার্ভ, ওয়েলিংটন)
২৪ মার্চ ২০২২- ইংল্যান্ড বনাম কোয়ালিফায়ার (হেগলি ওভাল, ক্রাইস্টচার্চ)
২৫ মার্চ ২০২২- অস্ট্রেলিয়া বনাম কোয়ালিফায়ার (বেসিন রিজার্ভ, ওয়েলিংটন)
২৬ মার্চ ২০২২- নিউজিল্যান্ড বনাম কোয়ালিফায়ার (হেগলি ওভাল, ক্রাইস্টচার্চ)
২৭ মার্চ ২০২২- ইংল্যান্ড বনাম কোয়ালিফায়ার (বেসিন রিজার্ভ, ওয়েলিংটন)
২৭ মার্চ ২০২২- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (হেগলি ওভাল, ক্রাইস্টচার্চ)
৩০ মার্চ ২০২২- প্রথম সেমিফাইনাল (বেসিন রিজার্ভ, ওয়েলিংটন)
৩১ মার্চ ২০২২- দ্বিতীয় সেমিফাইনাল (হেগলি ওভাল, ক্রাইস্টচার্চ)
৩ এপ্রিল ২০২২- ফাইনাল (হেগলি ওভাল, ক্রাইস্টচার্চ)
*দুই সেমিফাইনাল ও ফাইনালের পরের দিন রিজার্ভ ডে’র জন্য রাখা হয়েছে।