

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এলিমিনেটর ম্যাচে মাঠে অখেলোয়াড় সুলভ আচরণ করে সমালোচিত হন বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম। সতীর্থ নাসুম আহমেদকে মাঠেই একাধিকবার মারতে উদ্যত হয়েছিলেন তিনি।
এই ঘটনা স্বাভাবিকভাবে নেয়নি কেউই। ব্যাপক সমালোচনার মুখে পড়েন জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটার।
দেশ-বিদেশের গণমাধ্যমে এই ঘটনার বিবরণ দিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। যা দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলা মুশফিকুর রহিমের জন্য বিব্রতকরই বটে।
নিজের ভুল বুঝতে পেরেছেন মুশফিক। ম্যাচ শেষেই নাসুমের কাছে ক্ষমা চাওয়া মুশফিক ক্ষমা চেয়েছেন ভক্ত-সমর্থকদের কাছে। ক্ষমা চেয়েছেন সৃষ্টিকর্তার কাছে। এমনটি আর হবে না বলে প্রতিজ্ঞাও করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিকুর রহিম লেখেন, ‘আসসালামু আলাইকুম,
প্রথমত, গতকাল ম্যাচ চলাকালীন যা ঘটেছে তার জন্য আমি আমার ভক্ত ও দর্শকদের কাছে ক্ষমা চাচ্ছি। খেলা শেষে আমি আমার সতীর্থ নাসুমের কাছে ক্ষমা চেয়েছিলাম।
দ্বিতীয়ত, আমি সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইছি। আমি সবসময় মনে রাখি আমি একজন মানুষ, এবং আমি যেটা করেছি তা মোটেও গ্রহণযোগ্য না। ইন শা আল্লাহ, আমি প্রতিজ্ঞা করছি মাঠ বা মাঠের বাইরে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না। জাজাকাল্লাহ খাইরান।’