

ঐতিহাসিক গোলাপি বলের টেস্টের আগে দলে ফিরলেন অস্ট্রেলিয়ার বামহাতি ফাস্ট বোলার মিচেল স্টার্ক। ভারতের বিপক্ষে ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টের ৪ দিন আগে দলে যোগদান করলেন স্টার্ক।
পরিবারের একজনের অসুস্থতার কারণে স্টার্ক টি-টোয়েন্টি সিরিজের ১ম ম্যাচ খেলে অনির্দিষ্ট সময়ের জন্য দলের বাইরে চলে যান। ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানায়,
‘স্টার্ক অস্ট্রেলিয়ার ম্যানেজমেন্টকে জানায় তিনি অ্যাডিলেডে আসতে প্রস্তুত আছেন এবং সোমবার অস্ট্রেলিয়া ‘এ’ দলের খেলোয়াড়দের সাথে যোগ দিতে সিডনিতে যাবেন।’
অল্প সময়ের প্রস্তুতি থাকলেও স্টার্ককে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ফিরে পেতে মুখিয়ে আছেন স্টার্কের বোলিং সহযোগী আরেক পেসার জশ হ্যাজেলউড।
‘স্টার্কের ফিরে আসাটা আমাদের জন্য শুভ সংবাদ,’ রবিবার ট্রেনিং সেশনে বলেন হ্যাজেলউড।
‘সে আমাদের দলের সম্পদ এবং আমাদের আক্রমণের বড় অংশ। সবাই জানে গোলাপি বলে সে কী করতে পারে। তার হাতের জাদু দেখতে আমরা উৎসুক হয়ে আছি।’
এখন পর্যন্ত ৭টি দিবারাত্রির টেস্ট খেলে স্টার্ক ৪২ উইকেট সংগ্রহ করেছেন।
‘এই সিরিজটা আমাদের পরিকল্পনা মোতাবেক হচ্ছে না। সূচি, ভ্রমণ এবং অন্যান্য বিষয়াদি নিয়ে আমরা প্রতিনিয়ত ভুগছি। আশা করি এমন সমস্যায় স্টার্ককে পড়তে হবে না। সে যথেষ্ট পেশাদার এবং তার যতটুকু সাধ্য, গত সপ্তাহ পর্যন্তও সে তা করে গিয়েছিল। আশা করি সে ক্যাম্পে দ্রুত যোগ দিবে এবং খেলার জন্য সর্বাত্নক প্রস্তুত থাকবে।’
-হ্যাজেলউড জানান।
‘এই দুঃসময়ে আমরা মিচের পাশে আছি এবং আমরা খুশি সে তার পরিবারকে সময় দিয়েছে,’ অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার এক বিবৃতিতে জানান।
‘সোমবার তাকে আমরা দলে স্বাগত জানাতে চাই।’