

দেশী ক্রিকেটারদের নিয়ে জমজমাট টি-টোয়েন্টি টুর্নামেন্ট বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শেষের পথে। আর মাত্র চার ম্যাচ পরেই পর্দা নামবে এই টুর্নামেন্টের। গ্রুপ পর্বের ২০ ম্যাচ শেষে নিশ্চিত হয়েছে প্লে অফের লাইন আপ।
গ্রুপ পর্বের শেষ দিনের (১২ ডিসেম্বর) আগে কেবল নিশ্চিত ছিল গাজী গ্রুপ চট্টগ্রামের অবস্থান। আগেই শীর্ষস্থান নিশ্চিত করে ফেলা চট্টগ্রাম জিতেছে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে ম্যাচও। ৮ ম্যাচে ৭ জয় নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে মোহাম্মদ মিঠুনের দল।
শেষ ম্যাচ হেরেও আশা বেঁচে ছিল মিনিস্টার গ্রুপ রাজশাহীর। সেক্ষেত্রে বেক্সিমকো ঢাকা ও ফরচুন বরিশালের ম্যাচে হারতে হত (বড় ব্যবধানে) বরিশালের।
হয়নি তেমনটা। বরং বেক্সিমকো ঢাকাকে হারিয়েই শেষ চারে জায়গা করে নেয় তামিম ইকবালের দল। বরিশালের কাছে হেরে সেরা দুইয়ে ওঠা হয়নি ঢাকার।
৮ ম্যাচে সমান ৪ টি করে জয় জেমকন খুলনা ও বেক্সিমকো ঢাকার। নেট রান রেটে এগিয়ে থেকে ২ নম্বরে আছে খুলনা, ৩ নম্বরে ঢাকা।
View this post on Instagram
আগামী ১৪ ডিসেম্বর বেলা ১২ টা ৩০ মিনিটে ১ম এলিমিনেটরে বেক্সিমকো ঢাকা লড়বে ফরচুন বরিশালের বিপক্ষে। একই দিনে ১ম কোয়ালিফায়ারে গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনা মুখোমুখি হবে বিকাল ৫ টা ৩০ মিনিটে।