

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সবচেয়ে সফল উদ্বোধনী জুটি গাজী গ্রুপ চট্টগ্রামের। লিগ পর্বের শেষ ম্যাচে শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আরেক দফা দলকে বড় সংগ্রহের ভীত গড়ে দেন লিটন দাস ও সৌম্য সরকার। প্লে-অফে যেতে যদি কিন্তুর ভীড়ে জিততেই হবে এমন ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর সামনে লক্ষ্য ১৭৬ ।
আগের ম্যাচে বিশ্রামে থাকা লিটন দাস, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামকে এদিন একাদশে ফিরিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। টস হেরে ব্যাট করতে নেমে ১৪.৫ ওভার স্থায়ী উদ্বোধনী জুটিতে লিটন-সৌম্য তোলেন ১২২ রান। যা এখনো পর্যন্ত সব উইকেট মিলিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি।
কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় দারুণ এক ডেলিভারিতে ইনিংস শুরু করেন মিনিস্টার গ্রুপ রাজশাহী অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। অফ স্টাম্পের বাইরে লাফিয়ে ওঠা এমন বল যে কোন ব্যাটসম্যানকেই বিভ্রান্ত করতে বাধ্য। প্রথম ওভারে আসে ৪ রান।
View this post on Instagram
তবে এরপর খোলস ছেড়ে বের হতে শুরু করেন লিটন-সৌম্য। পাওয়ার প্লের ৬ ওভারে তোলেন ৪৮ রান। দুজনেই ফিফটি ছুঁয়ে ১৫ তম ওভার পর্যন্ত ক্রিজে টিকেও অবশ্য ঠিক সেভাবে ঝড়ো গতিতে রান তুলতে পারেননি। ৪৮ বলে ৩ চার ৪ ছক্কায় ৬৩ রান করে সৌম্য ফিরলে ভাঙে জুটি। ৪ রানের ব্যবধানে সাজঘরের পথ ধরেন লিটন দাস ও মোহাম্মদ মিঠুনও।
লিটনের ব্যাট থেকে আসে ৪৩ বলে ৫ চার ১ ছক্কায় ৫৫ রান। আনিসুল ইসলাম ইমনের দ্বিতীয় শিকার হয়ে মিঠুন ফিরেছেন ২ রান করে। ৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারানো চট্টগ্রাম বড় সংগ্রহের পথে কিছুটা ব্যাকফুটে চলে যায়। কিন্তু শেষ ২ ওভারে রাজশাহী বোলাররা এলেওমেলো বোলিংয়ে খরচ করেন ৩৭ রান। আর তাতেই ৪ উইকেটে ১৭৫ রানের সংগ্রহ পায় গাজী গ্রুপ চট্টগ্রাম।
View this post on Instagram
১৯ তম ওভারে দুইটি বিমার দেওয়ায় বোলিং থেকে সরিয়ে দেওয়া হয় রেজাউর রহমান রেজাকে। ঐ ওভারে সব মিলিয়ে আসে ২৪ রান। শেষদিকে শামসুর রহমানের ব্যাট থেকে আসে ১৮ বলে ৩০ রান।
সংক্ষিপ্ত স্কোর (১ম ইনিংস শেষে):
গাজী গ্রুপ চট্টগ্রাম ১৭৫/৪ (২০), লিটন ৫৫, সৌম্য ৬৩, মিঠুন ২, শুভ ৩০*, মোসাদ্দেক ৩, জিয়া ১০*; সাইফউদ্দিন ৪-০-৩২-১, রাজা ৩.৩-০-৩৮-১, ইমন ৩.৩-০-২১-২