

২০২১ সালের শুরুতে শ্রীলঙ্কা সফরে যাবে ইংল্যান্ড দল। দুই টেস্টের সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড দলের নির্বাচকরা।
১৬ সদস্যের স্কোয়াডে নাম নেই জফরা আর্চার, বেন স্টোকসের। ২০২১ সালে ভারতের বিপক্ষে লম্বা সিরিজের আগে বিশ্রাম দেওয়া হয়েছে এই দুই তারকা ক্রিকেটারকে।
জনি বেয়ারস্টো ফিরেছেন টেস্ট স্কোয়াডে, ফিরেছেন আরেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান বেন ফোকসও। গেলবার ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফরে পারফর্ম করেছিলেন দুজনই।
নিজের প্রথম সন্তানের আগমণের সময় পরিবারের সঙ্গে থাকতে স্কোয়াডে নেই ররি বার্নস। এমতাবস্থায় জ্যাক ক্রলি আসতে পারেন ওপেনারের ভূমিকায়। জনি বেয়ারস্টো ৩ নম্বরে নামলে ৫ নম্বরে নামতে পারেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা ড্যান লরেন্স।
২০১৯ সালে শেষবার খেলা ওলি স্টোন, মইন আলি, জ্যাক লিচরা সুযোগ পেয়েছেন স্কোয়াডে।
১৬ সদস্যের স্কোয়াডের সাথে ৭ রিজার্ভ ক্রিকেটারের নামও প্রকাশ করেছে ইংল্যান্ড দলের নির্বাচকরা।
ইংল্যান্ড স্কোয়াড-
জো রুট (অধিনায়ক), মইন আলি, জিমি অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, জ্যাক ক্রলি, স্যাম কারেন, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ডম সিবলি, ওলি স্টোন, ক্রিস ওকস ও মার্ক উড।
রিজার্ভ ক্রিকেটার-
জেমস ব্রেসি, মেসন ক্রেন, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, ম্যাথু পার্কিনসন, ওলি রবিনসন ও অমর ভির্দি।
ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফর সূচিঃ
২ জানুয়ারি, ২০২১- লন্ডন থেকে ইংল্যান্ড দলের হাম্বানটোটা যাত্রা
৫-৯ জানুয়ারি, ২০২১- হাম্বানটোটায় মাহিন্দা রাজাপাকশে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ড দলের অনুশীলন
১ম টেস্ট- ১৪-১৮ জানুয়ারি, ২০২১, গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
২য় টেস্ট- ২২-২৬ জানুয়ারি, ২০২১, গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
২৭ জানুয়ারি, ২০২১- ইংল্যান্ড দলের শ্রীলঙ্কা ত্যাগ।