‘দায়িত্ব পালন করাই আমার টার্গেট ছিল’

'দায়িত্ব পালন করাই আমার টার্গেট ছিল'
Vinkmag ad

সাব্বিরের ব্যাটের দিকে তাকিয়ে ছিল বেক্সিমকো ঢাকা। কিন্তু বার বার হতাশ করেছেন। দলের প্রয়োজনে নিজেকে মেলে ধরতে পারেননি এই তারকা ব্যাটসম্যান। অবশেষে ঢাকার টিম ম্যানেজমেন্টের মুখে চওড়া হাসি, ওপেনিংয়ে হার্ডহিটার সাব্বির। সুযোগ কাজে লাগিয়ে টুর্নামেন্টে সাব্বিরের প্রথম ফিফটি। ম্যাচ সেরা নির্বাচিত হয়ে ধন্যবাদ দিয়েছেন কোচ, অধিনায়ক, টিম ম্যানেজমেন্টকে।

টি-টোয়েন্টি ক্রিকেটার তকমা পেলেও সেই নামের প্রতি সুবিচার করতে পারেননি সাব্বির রহমান। বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে বেক্সিমকো ঢাকাও ভরসা রাখে তার ওপর। কিন্তু ৩ (৫*, ০, ৭) ম্যাচেই ব্যর্থ। গতকাল খুলনার বিপেক্ষে মোহাম্মদ নাইম শেখের সঙ্গে ওপেন করতে নামেন সাব্বির রহমান। তবে এই ফাটকা কাজে লেগেছে সাব্বিরের। লম্বা সময় রান খরা কাটিয়ে সাব্বির পেয়েছেন ফিফটির দেখা।

দ্রুত রান করার জন্যেই ওপেনে সাব্বিরের আগমন। ৩৪ বলে ৫৬ রানের ইনিংস খেলে সাব্বির। ৫ বাউন্ডারি আর ৩ ছক্কার মার ছিল তাঁর এই ইনিংসে। ম্যাচ শেষে সাব্বিরের কণ্ঠে শোনা গেল,

‘আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আল্লাহকে। ম্যানেজমেন্টকেও ধন্যবাদ। কোচ ও অধিনায়ককেও ধন্যবাদ আমাকে ভরসা করেছে এই জায়গাটায় খেলার সুযোগ দেয়ার জন্য। ইন শা আল্লাহ চেষ্টা করেছি নিজের খেলার জন্য এবং নিজের দায়িত্ব পালন করার জন্য। ওইটাই আমার টার্গেট ছিলো।’

সাকিব আল হাসানের এক ওভারে চার ছক্কা হাঁকিয়ে ইনিংসের শুরুটা দুর্দান্ত করেছিলেন নাইম শেখ। এরপর এগিয়ে নিয়েছেন আল-আমিন জুনিয়র- সাব্বির রহমান। পরে ঝড় তুলেন আকবর আলিও। দলের একেক ব্যাটসম্যান একেক সময় রোল প্লে করায় কাজটা সহজ হয়েছে বড় রান সংগ্রহ করতে। সাব্বির বলেছেন,

‘সত্য কথা বলতে নাইম যে সময় খেলেছে এটা অনেক ভালো মোমেন্টাম ছিলো আমাদের জন্য। একটা ওভারে বড় বোলারকে যদি আমরা বেশি রান নিতে পারি যখন আমি নন স্ট্রাইকিংয়ে আছি এটা অনেক বড় মোমেন্টাম তৈরি করে আমাদের জন্য। একই সঙ্গে বলবো ১০ ওভার পরে আকবর যে মোমেন্টাম তৈরি করেছে তা বড় একটা এচিভমেন্ট আমাদের জন্য এবং কনফিডেন্স বিল্ড আপ করেছে পুরো দলের জন্য।’

৯৭ প্রতিবেদক

Read Previous

শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকার দুই টেস্টের সূচি চূড়ান্ত

Read Next

হেনরি নিকোলসের ক্যাচ মিসের মাশুল দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

Total
2
Share