ইংল্যান্ডের ভারত সফরের সূচি ঘোষণা

2018 07 13 10 25 50
Vinkmag ad

সামনের বছরের শুরুতেই লম্বা সময়ের জন্য ইংল্যান্ড দল যাচ্ছে ভারত সফরে। আহমেদাবাদের ঐতিহাসিক মোতেরা স্টেডিয়ামে হবে দিবারাত্রির টেষ্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চার টেস্ট, পাঁচ টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে ম্যাচের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই।

ইসিবির সঙ্গে আলোচনার পর আজ ইংল্যান্ড সফরের সূচি ঘোষণা করল বিসিসিআই। ৪ টেস্টের সঙ্গে ৩ ওয়ানডে এবং ৫ টি-টোয়েন্টি খেলবে দুই দল। সিরিজ শুরু হচ্ছে ফেব্রুয়ারির ৫ তারিখে। শেষ হবে ২৮ মার্চ। প্রায় দু মাসের ক্রিকেট সিরিজ শুরু হবে চেন্নাইয়ে টেস্টের মাধ্যমে। তারপর যথাক্রমে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ।

চার টেস্টের সিরিজের প্রথম দু’টি টেস্ট হবে চেন্নাইয়ে৷ পরের দুই টেস্ট আহমেদাবাদের।

হােম গ্রাউন্ডে বাংলাদেশের পর ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় পিংক বল টেষ্ট খেলবে ভারত। ২৪-২৮ ফেব্রুয়ারি আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে হবে পিংক বল টেস্ট। এছাড়া মোতেরা স্টেডিয়ামেই হবে ভারত বনাম ইংল্যান্ড টি টোয়েন্টি সিরিজের পাঁচ ম্যাচ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে পুনেতে।

ইসিবির সিইও টম হ্যারিসন জানিয়েছেন, বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম মোতেরার সর্দার প্যাটেলে খেলতে তাঁরা বেশ আগ্রহী।

ইংল্যান্ডের ভারত সফরের চূড়ান্ত সূচিঃ

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজঃ

প্রথম টেস্ট- ৫-৯ ফেব্রুয়ারি, চেন্নাই
দ্বিতীয় টেস্ট- ১৩-১৭ ফেব্রুয়ারি, চেন্নাই
তৃতীয় টেস্ট (পিংক বল টেস্ট)- ২৪-২৮ ফেব্রুয়ারি, আহমেদাবাদ
চতুর্থ ও শেষ টেস্ট- ৪-৮ মার্চ, আহমেদাবাদ

ভারত বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজঃ

প্রথম টি-টোয়েন্টি- ১২ মার্চ, আহমেদাবাদ
দ্বিতীয় টি-টোয়েন্টি- ১৪ মার্চ, আহমেদাবাদ
তৃতীয় টি-টোয়েন্টি- ১৬ মার্চ, আহমেদাবাদ
চতুর্থ টি-টোয়েন্টি- ১৮ মার্চ, আহমেদাবাদ
পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি- ২০ মার্চ, আহমেদাবাদ

ভারত বনাম ইংল্যান্ড ওয়ানডে সিরিজঃ

প্রথম ওয়ানডে- ২৩ মার্চ, পুনে
দ্বিতীয় ওয়ানডে- ২৬ মার্চ, পুনে
তৃতীয় ও শেষ ওয়ানডে- ২৮ মার্চ, পুনে

৯৭ ডেস্ক

Read Previous

দ্বিতীয় টেস্টে নেই উইলিয়ামসন, অধিনায়ক ল্যাথাম

Read Next

দ্রুত কামব্যাক করতে চান সাকিব

Total
1
Share