অনেক কিছু করার চেষ্টা করছেন না সাকিব

অনেক কিছু করার চেষ্টা করছেন না সাকিব
Vinkmag ad

টি-টোয়েন্টি আর সাকিব আল হাসান যেন এক সূতোয় গাঁথা। জেমকন খুলনার জার্সিতে বল হাতে দুই-এক ম্যাচে বৈচিত্র্য দেখালেও সাকিবের ব্যাটে নেই কোনো বড় ইনিংস। সাকিবের রানের ক্ষুধা বাড়ছে, চেষ্টাও করছেন নিয়মিত। কিন্তু সময় এখন পক্ষে না ব্যাটসম্যান সাকিবের। খুলনার কোচও বললেন সাকিবের ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে আসার চেষ্টার কথা। সাকিব অনেক কিছু নয়, শুধু রানই করতে চান।

সাকিব ৭ ম্যাচে ১০.৫৭ গড়ে সর্বমোট রান করেছেন ৭৪ (১৫, ১২, ৩, ১১, ১৪, ৪ ও ১৫), আর উইকেট শিকার করেন মোট ৫টি। এখনো ফিফটি করা হয়নি, সর্বোচ্চ করেছেন ১৫। তবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ব্যাটিং-বোলিং দুটিতেই সাকিব নিশ্চয়ই তৃপ্তি নিয়ে শেষ করতে চাইবেন।

জেমকন খুলনার কোচ মিজানুর রহমান বাবুল মিরপুরে গণমাধ্যমকে দলের সেরা তারকার প্রসঙ্গে বলেন,

‘হ্যা, যদি ব্যাটিং বলেন এখন পর্যন্ত সাকিব তাঁর ব্যাটিংটা করতে পারছে না। চেষ্টা করছে, নো ডাউট। আমি কাছ থেকে দেখছি। ও অনেক চেষ্টা করছে। খেলোয়াড়দের এরকম সময় আসে। যে অনেক কিছু করতে চায়। তবে ও অনেক কিছু করতে চাচ্ছেনা, ও রানই করতে চাচ্ছে। হয়তো তাঁর সেই সময়টা, মানে খারাপ সময়ের মধ্যে কিছুটা সময় হয়তো যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে।’

মিজানুর রহমান বাবুল
জেমকন খুলনার কোচ মিজানুর রহমান বাবুল, ছবিঃ বিসিবি

সবচেয়ে দামি দল কিংবা তারকায় ভরপুর একটি দল জেমকন খুলনা। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পাঁচ দলের স্কোয়াড বিবেচনায় খুলনা অন্যদের চেয়ে ঢের এগিয়ে। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, আল আমিন হোসেন, এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, শেষদিকে যুক্ত হয়েছেন মাশরাফি মর্তুজা। দল হিসেবে জেমকন খুলনা বড় কিছুর জন্য দুর্দান্ত দল। ব্যাটিংয়ে অভিজ্ঞতায় ভরপুর।

তাঁদের দিকে তাকিয়ে ছিল দল। কিন্তু বার বার হতাশ করেছেন তাঁরা। দলের প্রয়োজনে নিজেদের মেলে ধরতে পারেননি এই তারকারা। কাগজে-কলমে হয়তো জেমকন খুলনা অনেক শক্তিশালী মনে হচ্ছে। তবে সবসময়ই মাঠের পারফরম্যান্সটা মুখ্য। তারকা ঠাঁসা দলকে বাড়তি এডভান্টেজ হিসাবেই দেখছেন খুলনার হেড কোচ,

‘না না, তারকা প্রেসার হবে কেন? তারকারা তারকাদের মত, হয়তো তাদের খেলাটা হচ্ছেনা। সো বেশি তারকা থাকলে প্রেসার হওয়ার কিছু নাই। আরো ভালো হওয়ার কথা ভালো খেলার কথা। সে অনুযায়ী তাদের এখন পর্যন্ত তাদের সে স্কিলটা শো হচ্ছেনা।’

৯৭ প্রতিবেদক

Read Previous

‘আমাদের কালকের ম্যাচটা মূল ম্যাচ’

Read Next

ডিজিটাল পাবলিশিং প্লাটফর্মের জন্য আইসিসির নিয়োগ বিজ্ঞপ্তি

Total
4
Share