১৪ বছর পর পাকিস্তানে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা, সফরসূচি চূড়ান্ত

১৪ বছর পর পাকিস্তানে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা, সফরসূচি চূড়ান্ত
Vinkmag ad

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) আজ ঘোষণা করেছে ১৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুইটি টেস্ট ও ৩ টি টি-টোয়েন্টি খেলবে দুই দল।

২০২১ সালের ২৬ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৫ টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে দুই দল। পৃথক পৃথক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড।

আগামী বছরের ১৬ জানুয়ারি দক্ষিণ আফ্রিকা দল করাচি পৌঁছাবে। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ২৬ থেকে ৩০ জানুয়ারি ১ম টেস্ট খেলবে দুই দল। দ্বিতীয় টেস্ট খেলতে রাওয়ালপিন্ডি যাবে দুই দল, সেখানে ৪ থেকে ৮ ফেব্রুয়ারি ২য় টেস্ট।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১১, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ৩ টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

করাচি পৌঁছে সফরকারী দক্ষিণ আফ্রিকা দলকে আইসোলেশনে থাকতে হবে। সেটা শেষ করে ট্রেনিং ও ইন্ট্রা স্কোয়াড ম্যাচ খেলবে তারা।

এর আগে ২০০৭ সালে শেষবার পাকিস্তানে খেলতে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এরপর ২০১০ ও ২০১৩ সালে পাকিস্তান সংযুক্ত আরব আমিরাতে প্রোটিয়াদের বিপক্ষে খেলেছিল হোম সিরিজ।

শ্রীলঙ্কা, বাংলাদেশ ও জিম্বাবুয়ের পর ৪র্থ দেশ হিসাবে পাকিস্তান সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার মত দল পাকিস্তানে যাচ্ছে বলে যারপরনাই খুশি পিসিবির পরিচালক জাকির খান। দক্ষিণ আফ্রিকার ডিরেক্টর অব ক্রিকেট গ্রায়েম স্মিথও প্রোটিয়াদের পাকিস্তানে খেলার খবরে উচ্ছ্বসিত।

দক্ষিণ আফ্রিকার এই সফরেই প্রথমবারের মত ঘরের মাঠে টেস্ট ম্যাচে পাকিস্তানকে নেতৃত্ব দিবেন বাবর আজম। তাই এই সফর নিয়ে বেশ আপ্লুত বাবর।

দক্ষিণ আফ্রিকার পাকিস্তান সফর সূচিঃ

১ম টেস্ট- ২৬-৩০ জানুয়ারি, করাচি
২য় টেস্ট- ৪-৮ ফেব্রুয়ারি, রাওয়ালপিন্ডি

১ম টি-টোয়েন্টি- ১১ ফেব্রুয়ারি, লাহোর
২য় টি-টোয়েন্টি- ১৩ ফেব্রুয়ারি, লাহোর
৩য় টি-টোয়েন্টি- ১৪ ফেব্রুয়ারি, লাহোর

৯৭ ডেস্ক

Read Previous

ছিটকে গেলেন ডেভিড ওয়ার্নার

Read Next

ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফরের সূচি চূড়ান্ত

Total
75
Share