ভারতীয় দলকে শাস্তি দিল আইসিসি

ভারতীয় দলকে শাস্তি দিল আইসিসি
Vinkmag ad

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে হেরেছে ভিরাট কোহলির নেতৃত্বাধীন দল ভারত। তবে আগেই ২ টি-টোয়েন্টি জিতে সিরিজ জয় নিশ্চিত করা ভারত মেতেছে ট্রফি জয়ের আনন্দে। যদিও কোহলিদের চওড়া হাসির মাত্রা কিছুটা হলেও কমেছে। স্লো ওভার রেটের কারণে জরিমানা গুণতে হচ্ছে গোটা দলকে।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেষ টি-টোয়েন্টিতে স্লো ওভার রেটের কারণে ভারতীয় দলের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)।

আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি ডেভিড বুন ভারতীয় দলকে শাস্তির আওতায় আনেন। নির্ধারিত সময়ে ভারত ১ ওভার কম করতে পারে।

আইসিসি কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.২২ অনুযায়ী মিনিমাম ওভার রেটের অপরাধে প্রতি ১ ওভারের জন্য দলের সদস্যদের ম্যাচ ফি’র ২০ শতাংশ করে জরিমানা করা হয়।

ভারতীয় দলের অধিনায়ক ভিরাট কোহলি এই শাস্তি মেনে নিয়েছেন, তাই আলাদা করে এর জন্য শুনানির দরকার পড়েনি।

অন ফিল্ড আম্পায়ার রড টাকার, জেরার্ড অ্যাবোড, টিভি আম্পায়ার পল উইলসন ও চতুর্থ আম্পায়ার স্যাম নোগাসকি ভারতীয় দলের ওপর অভিযোগ আনেন। যা আমলে নিয়ে শাস্তি দেন ম্যাচ রেফারি ডেভিড বুন।

৯৭ প্রতিবেদক

Read Previous

ক্রিকেটকে বিদায় বললেন পার্থিব প্যাটেল

Read Next

অভিষেকেই দুর্দান্ত নটরাজন, সকলের প্রশংসা কুড়াচ্ছেন

Total
3
Share