

৩৬ ছুঁইছুঁই পার্থিব প্যাটেল সবধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ভারতের হয়ে ২৫ টেস্ট, ৩৮ ওয়ানডে ও ২ টি টি-টোয়েন্টি খেলেছেন এই বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান।
৩ ফরম্যাট মিলে ৬৫ ম্যাচে ১৭০৬ রান করা পার্থিব প্যাটেল ধরেছেন ৯৩ টি ক্যাচ, করেছেন ১৯ স্টাম্পিং।
১৮ বছরের ক্রিকেট ক্যারিয়ারে পার্থিব খেলেছেন ১৯৪ প্রথম শ্রেণির ম্যাচ, ১৯৩ লিস্ট-এ ম্যাচ, ২০৪ টি স্বীকৃত টি-টোয়েন্টি।
নিজের টুইটারে পার্থিব প্যাটেল জানান, ‘আজ আমি সবধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। যখন আমি আমার ১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানছি তখন অনেকের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভারী অনুভব করছি। বিসিসিআই ১৭ বছরের তরুণকে বিশ্বাস করে ভারতের হয়ে খেলিয়েছিল। আমার তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা তরুণ বয়সে আমাকে গাইড করার জন্য।’
‘আমি যেসব অধিনায়কের অধীনে খেলেছি সবার প্রতি কৃতজ্ঞ। আমি বিশেষ করে ঋণী দাদার (সৌরভ গাঙ্গুলি) প্রতি। আমার প্রথম অধিনায়ক, যিনি কিনা আমার প্রতি অনেক বিশ্বাস রেখেছিলেন।’
‘আমি আমার দারুণ কিছু সতীর্থের সহচর্য পেয়ে নিজেকে ধন্য মনে করি, যাদের অনেককেই আজ আমি বন্ধু বলতে পারি। বলতেই হয় যাদের বিপক্ষে খেলেছি তারাও আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে, আমাকে অনেক কিছু শিখিয়েছে।’
আইপিএলে ডেকান চার্জার্স, চেন্নাই সুপার কিংস, কোচি টাস্কার্স, সানরাইজার্স হায়দ্রাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৩৯ টি ম্যাচ খেলেছেন পার্থিব প্যাটেল। ৬ টি ভিন্ন দলের হয়ে ২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত আইপিএলে ২৮৪৮ রান করেছেন এই বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান।
পার্থিব বিদায়ী বার্তায় ধন্যবাদ দিয়েছেন আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকেও, ‘আমি আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোকে ও তাদের মালিকগণকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে তাদের দলের অংশ করেছেন।’
‘শুরু থেকে শেষ অব্দি যাদের কাছ থেকে আমি খেলাটা শিখেছি সেসব কোচদের তাদের প্রতি কৃতজ্ঞতা। আমার ফিটনেস ধরে রাখতে ফিজিও ও ট্রেইনারদের ভূমিকাও অনেক।’
‘আমার স্পন্সর যারা পুরোটা সময় আমাকে সাহায্য করেছেন এবং ভক্তরা যারা আমাকে সমর্থন করে গেছেন। মিডিয়া আমার প্রতি সদয় ছিল। আমি অবশ্যই বলব আমাদের পারষ্পারিক শ্রদ্ধা আছে।’
নিজের পরিবার, গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আলাদা করে ধন্যবাদ জানান পার্থিব প্যাটেল। জানান খেলাটা যখন ছাড়ছেন তখন তিনি গর্বিত একজন।
‘যখন একজন গর্বিত ব্যক্তি হিসাবে খেলাটা ছাড়ছি। আমি যা ভেবেছিলাম তার চেয়ে বেশি স্বপ্ন পূরণ হয়েছে।’
নিজের পরবর্তী ইনিংসের জন্য সবার দোয়া ও সমর্থন চান পার্থিব প্যাটেল।
— parthiv patel (@parthiv9) December 9, 2020