

নিউজিল্যান্ডের গণ স্বাস্থ্য কর্মকর্তারা পাকিস্তান ক্রিকেট দলকে আইসোলেশন মুক্ত হওয়ার নির্দেশ দিয়েছে। আজ (৮ ডিসেম্বর) থেকে পাকিস্তান দল আইসোলেশন মুক্ত থাকতে পারবে।
নিউজিল্যান্ডে আসার পর পাকিস্তান ক্রিকেট দলকে দুই সপ্তাহে ৫ বার কোভিড-১৯ টেস্ট করানো হয়। গতকাল গণ স্বাস্থ্য বিভাগ থেকে চূড়ান্ত রিপোর্টের পর তাদেরকে আইসোলেশন মুক্ত থাকার নির্দেশনা দেওয়া হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় এক বক্তব্যে জানায়, ‘ক্রাইস্টচার্চে ২ সপ্তাহ ধরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর ক্যান্টারবুরির ডিএইচবি হেলথ মেডিকেল অফিসার সন্তুষ্ট হয়ে পাকিস্তান দলকে আইসোলেশন মুক্ত রাখার নির্দেশ দেয়।’
নিউজিল্যান্ডে আসার পর পাকিস্তান দলের ৫৩ জন সদস্যের মধ্যে ৬ জন কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন। তারাসহ পুরো পাকিস্তান দলকে ১৪ দিনের আইসোলেশনে রাখা হয়েছিল।
মন্ত্রণালয় জানায়, ‘পাকিস্তান দল আসার পর ৬ জন কোভিড-১৯ পজিটিভ হন, এর মধ্যে আইসোলেশনে থাকাকালীন ৪ জন পজিটিভ হন। যদিও এসব এখন ইতিহাস।’
Back to normal life Alhamdulillah…@babarazam258 @iamfawadalam25 @WahabViki @Qadircricketer ❤️❤️ pic.twitter.com/qvHg4vYSCp
— Azhar Ali (@AzharAli_) December 8, 2020
দলের একজন সদস্য আইসোলেশনে থাকাকালীন বারবার নেগেটিভ হন কিন্তু অকল্যান্ডে কোয়ারেন্টাইনে যাওয়ার পর ইনফেকশনের চিহ্ন দেখা দেয়।
মঙ্গলবার কুইন্সটাউনে অবতরণের পর নিজেদের মধ্যে একটি ম্যাচ খেলার কথা রয়েছে পাকিস্তানের। ১৮ ডিসেম্বর টি-টোয়েন্টি দিয়ে তিন ম্যাচের সিরিজ শুরু হবে। ২৬ ডিসেম্বর থেকে ২ ম্যাচের টেস্ট সিরিজও খেলবে পাকিস্তান।