

করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। পূর্ণাঙ্গ সিরিজের কথা থাকলেও বাদ পড়তে পারে টি-টোয়েন্টি সিরিজটি। তবে সিরিজ সামনে রেখে ফরম্যাট বিবেচনায় জাতীয় দলের পুল চূড়ান্ত করে ফেলেছে নির্বাচকরা।
চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে পুলের ক্রিকেটারদের তালিকা। যেখানে টেস্টের জন্য ২০ ও ওয়ানডে ফরম্যাটের জন্য ২১ জন ক্রিকেটারকে রাখা হবে প্রাথমিক পুলে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) মিরপুরে গণমাধ্যমকে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘এটা (পুল) আমরা প্রায় চূড়ান্ত করে ফেলেছি। কোচ, টিম ম্যানেজমেন্টের সাথে বসে ঠিক করে ফেলেছি। এই টুর্নামেন্ট শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে দিয়ে দিব।’
‘কারণ জানুয়ারির একদম প্রথম দিকেই অনুশীলন শুরু হবে। সে হিসেবেই আমরা এগোচ্ছি। টিম ম্যানেজমেন্টের যে প্ল্যান আছে সে হিসেবে কি ফরম্যাটে খেলবো এসব। আশা করছি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে সম্ভাব্য সেরা দলটাই দাঁড় করাবো। টেস্ট ম্যাচের জন্য আমরা ২০ জনের দল দিব। ওয়ানডের জন্য ২১ জন।’
দল গঠনে খুব একটা প্রভাব ফেলবেনা চলতি টি-টোয়েন্টি টুর্নামেন্টে ক্রিকেটারদের পারফরম্যান্স। এ প্রসঙ্গে নান্নু যগ করেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটের সাথে টেস্টের তুলনা করতে পারবেন না। টেস্টের নির্বাচন কখনো টি-টোয়েন্টি দেখে হয়না। টি-টোয়েন্টি আরেকটা ফরম্যাটের খেলা। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ অভিজ্ঞতা সম্পন্নদের কাজে লাগে। এভাবেই এগোবো আমরা।’
এদিকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আঙুলে চোট পাওয়া টেস্ট অধিনায়ক মুমিনুল হক অস্ত্রোপচার করতে বর্তমানে দুবাই অবস্থান করছেন। মঙ্গলবার দিনের প্রথম খেলায় মাশল ক্রাম্পের চোটে পড়েছেন ফরচুন বরিশাল পেসার আবু জায়েদ রাহি।
টেস্ট সিরিজের আগেই অবশ্য তাদের পুরোপুরি ফিট হিসেবে পাওয়ার ব্যাপারে আশাবাদী প্রধান নির্বাচক, ‘ইনজুরি সব সময় খেলারই অংশ। অনেক লম্বা সময় পর আমরা আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছি। সবাইকে ফিট হিসেবে পেলে আমাদের জন্য বাড়তি পাওয়া হবে।’
করোনা পরবর্তী বাংলাদেশ দলের ক্রিকেটারদের সুযোগ হয়নি লাল বলে প্রস্তুতির। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে কিছু প্রস্তুতি ম্যাচের ভাবনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা করছি যে চারদিনের কয়টা ম্যাচ খেলানো যায়। আলোচনা হচ্ছে, এই টুর্নামেন্টের পরই এসব নিয়ে প্ল্যান হবে।’