

এমনিতে স্বস্তিতে নেই ফরচুন বরিশাল। ৫ দলের টুর্নামেন্ট বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তলানিতে অবস্থান তামিম ইকবালের নেতৃত্বাধীন দলের। এর ওপর দলের দুশ্চিন্তা বহুগুণে বেড়ে গেছে আবু জায়েদ রাহির ইনজুরিতে।
মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছেন রাহি। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে।
View this post on Instagram
নিজের প্রথম ওভারে ২ রান হজম করা রাহি দ্বিতীয় ওভারে হজম করেন কেবল ৩ রান। তৃতীয় ওভারের প্রথম বলে ছক্কা হজম করা রাহি পরের বল করতে যেয়েই পড়েন ইনজুরিতে। রান আপ শেষে বল ডেলিভারি করতে পারেননি। বা পায়ের থাইয়ে ব্যাথা পান তিনি। ব্যাথায় কাতরাতে থাকা রাহিকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে ফরচুন বরিশাল রাহির ইনজুরির আপডেট জানায়। তারা জানিয়েছে রাহির ইনজুরি গুরুতর নয়। বিসিবির মেডিক্যাল রুমে তার চিকিৎসা চলছে বলে জানায় তারা।