

ওয়ানডে সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই হেরে বসেছিল ভারত। এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল ভারত। অস্ট্রেলিয়ায় তিন ফরম্যাটেই হারবে ভারত, এমনটাই বলেছিলেন মাইকেল ভন। ভারত টি-টোয়েন্টি সিরিজ জয়ের সমালোচনার কড়া জবাব শুনেছেন মাইকেল ভন।
ভারতের সমর্থক থেকে শুরু করে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফরও সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনকে নিয়ে টুইটারে মিম পোস্ট করে কড়া জবাব দেন। ওয়াসিম জাফর রিটুইট করেন ভনের করা ভারতকে নিয়ে ভবিষৎবাণীর টুইট।
বলিউড মুভি ‘গ্যাংস অফ ওয়াসিপুর’এর সরদার খানের একটি দৃশ্য পোস্ট করে ভনকে ইঙ্গিত করলেন যে, ‘দেখো, ভারত সিরিজ জিতল।’
#AusvInd https://t.co/TPjLgHAvO7 pic.twitter.com/xxAGUiyRuG
— Wasim Jaffer (@WasimJaffer14) December 6, 2020
অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের দাপটে ওয়ানডেতে টানা দুটি ম্যাচ হেরেছিল ভারত। শেষটি তারা জিতে হোয়াইটওয়াশ এড়ায়। এরপর থেকে ছন্দে ভিরাট কোহলির দল। অস্ট্রেলিয়ার মাটিতে টানা তিন ম্যাচ জিতলো তারা। গত রবিবার সিডনিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ৬ উইকেটে জিতে এক ম্যাচ আগেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করলো ভারত।
ওয়ানডেতে অস্ট্রেলিয়ার দাপট দেখার পর ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন মনে করছেন, স্যর ডনের দেশে ভারত হারবে তিন ফরম্যাটেই। গত ২৭ নভেম্বর সিডনিতে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ চলাকালীন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।
‘আগে থেকেই বলছি, আমার ধারণা অস্ট্রেলিয়া এই সফরে ভারতকে সব ফর্ম্যাটেই দাপটের সঙ্গে পরাজিত করবে।’
Early call … I think Australia will beat India this tour in all formats convincingly … #AUSvIND
— Michael Vaughan (@MichaelVaughan) November 27, 2020