

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে যুব দলের দু সপ্তাহের স্কিল ক্যাম্প। তার অংশ হিসেবে আছে পাঁচটি ৫০ ওভারের ম্যাচ যার শেষটি মাঠে গড়িয়েছে আজ (২৭ নভেম্বর)। আগে ব্যাট করা অনূর্ধ্ব-১৯ লাল দলের বিপক্ষে লো স্কোরিং ম্যাচে দুই উইকেটের জয় পায় অনূর্ধ্ব-১৯ সবুজ দল।
লো স্কোরিং ম্যাচটিতে দুই দলই পড়ে চরম ব্যাটিং বিপর্যয়ে। লাল দলের ১২২ রান তাড়া করতে নেমে সবুজ দল হারায় ৮ উইকেট।
আগে ব্যাট করতে নেমে লাল দলের দুই ওপেনার মোহাম্মদ ইমন আলি ও মফিজুল ইসলাম রবিন শুরুটা ভালোই করেন। ধীরগতির ইনিংসে দুজনে ১৯.১ ওভারে যোগ করেন ৪৭ রান। অধিনায়ক মফিজুল ইসলাম রবিন ২০ রান করে মাহফুজুর রহমান রাব্বির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়লে শুরু হয়ে ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল। আরেক ওপেনার ইমন আলিও ফিরেছেন সমান ২০ রান করে।
নিয়মিত বিরতিতে উইকেট হারানো লাল দল ৪২.৫ ওভারে গুটিয়ে যায় ১২২ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান আসে উইকেট রক্ষক ব্যাটসম্যান তৌহিদুল ফেরদৌসের ব্যাট থেকে। দুই ওপেনার ও তৌহিদুল ইসলাম ছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল হাবিবুর শেখ মুন্না (১১)।
সবুজ দলের হয়ে মাহফুজুর রহমান রাব্বি, মোহাম্মদ আশরাফুল ইসলাম সিয়াম ও শায়ান আহমেদ চৌধুরী ওহিন সর্বোচ্চ দুইটি করে উইকেট নেন। একটি করে শিকার রিপন মন্ডল, মজিউদ্দিন তারেক ও গোলাম কিবরিয়ার।
১২৩ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে খেই হারিয়ে ফেলে সবুজ দল। ওপেনার ইফতেখার আহমেদ ইফতি ৩ রানে করে আউট হওয়ার পর অধিনায়ক সাকিব শাহরিয়ার ফেরেন খালি হাতে। আরেক ওপেনার মোহাম্মদ খালিদ হাসান ১৬ ও মিডল অর্ডার ব্যাটসম্যান শায়ান করেন ২৬ রান।
এরপর দ্রুত আরো কয়েকটি উইকেট হারিয়ে বসে সবুজ দল। পরে মোহাম্মদ জাকারিয়া ইসলাম শান্তর ১২ রানের সাথে রাব্বির অপরাজিত ১২ রানের কল্যাণে ২৮ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে অর্থাৎ ২ উইকেট হাতে রেখে তুলে মাঠ ছাড়ে সবুজ দল।
সংক্ষিপ্ত স্কোরঃ
অনূর্ধ্ব-১৯ লাল দলঃ ১২২/১০ (৪২.৫ ওভার) , রবিন ২০, ইমন ২০, নাবিল ২, আইচ ৮, তৌহিদুল ৪০, মামুন ৭, মুন্না ১১, আরিফুল ০, নয়ন ৩, এপন ০*, আশিক ০; রিপন ১২/১, তারেক ১২/১, সিয়াম ১৭/২, রাব্বি ৩২/২, কিবরিয়া ৩০/১, ওহিন ১৪/২।
অনূর্ধ্ব-১৯ সবুজ দলঃ ১২৩/৮ (২৭.৫ ওভার), খালিদ ১৬, ইফতি ৩, শাহরিয়ার ০, ওহিন ২৬, শান্ত ১২, রিহাদ ৮, মাকসুদুর ১০, কিবরিয়া ৯, রাব্বি ১২*, সিয়াম ৬*; আশিক ২৪/২, রোমান ২৪/০, নয়ন ২২/৩, আইচ ২৮/১, এপন ৭/১, রবিন ১১/০।
ফলঃ অনূর্ধ্ব-১৯ সবুজ দল ২ উইকেটে জয়ী।