

সাকিব আল হাসানকে সবচেয়ে বেশি বোঝেন যারা তাদেরই একজন তার শৈশব কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ক্যারিয়ারের এ বেলাতে এসেও টেকনিক্যাল কিংবা মানসিক যে কোন সমস্যাতেই গুরুর সান্নিধ্য নেন টাইগার অলরাউন্ডার। আইসিসি আরোপিত নিষেধাজ্ঞা শেষে মাঠে ফেরার লড়াইয়ে নিজেকে প্রস্তুত করতে সাকিব নিবিড়ভাবে কাজ করেছেন মোহাম্মদ সালাউদ্দিন ও নাজমুল আবেদিন ফাহিমের সাথে।
গত ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা মুক্ত হওয়া সাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকলেও দেশে ফিরবেন আগামীকাল। আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে মাঠের ক্রিকেটে প্রত্যাবর্তন হবে সাকিবের। তার আগে ৯ নভেম্বর বিসিবির অধীনে দিতে হবে ফিটনেস টেস্ট। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে সাকিবকে যেমনটা দেখেছেন, তাতে ফিটনেস টেস্ট উতরাতে সমস্যা হওয়ার কথা না মনে করেন সালাউদ্দিন।
সাকিবের ছন্দে ফেরা নিয়ে একদমই উদ্বিগ্ন নন দেশের অন্যতম সফল এই কোচ। সাকিবের মাঠে ফেরা ও ফিটনেস টেস্ট প্রসঙ্গে আজ (৫ নভেম্বর) মিরপুরে গণমাধ্যমকে সালাউদ্দিন বলেন, ‘ভালো লাগছে যে সে আবার ক্রিকেট খেলা শুরু করবে। যুক্তরাষ্ট্রে কি করেছে তা তো জানিনা কিন্তু আগে যখন ছিল তখন ফিটনেস খুব ভালো অবস্থায় ছিল।’
‘যদি যুক্তরাষ্ট্রে ফিটনেস নিয়ে কাজ করে থাকে আমার মনে হয় তার জন্য সুবিধা হবে ফিটনেস টেস্টে পাশ করার ব্যাপারে। খেলা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন না, আজ হোক কাল হোক সে আগের জায়গায় ফিরে আসবে।’
দেশে ফিরে সাকিব বোর্ডের অধীনে কাজ করবেন ফলে অনুশীলন নিয়ে পরিকল্পনা জানেন না কোচ সালাউদ্দিন। তিনি বলেন, ‘এ নিয়ে আমার সাথে এখনো কোন কথা হয়নাই। যেহেতু এখন সে বোর্ডের অধীনে, বোর্ডের সাথে আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত নিবে কীভাবে অনুশীলন করবে। সত্যি কথা বলতে আমার সাথে এ বিষয়ে কোন কথা হয়নি। সর্বশেষে ৫-৭ দিন আগে অন্য বিষয়ে কথা হয়েছে কিন্তু খেলা নিয়ে কোন কথা হয়নি।’