তামিমের জন্য সালাউদ্দিনের ‘রেগুলার চেক আপ’

শেখাতে নয় আত্ববিশ্বাস বাড়াতে তামিমকে সঙ্গ দিচ্ছেন সালাউদ্দিন
Vinkmag ad

জাতীয় দলের কোন ক্যাম্প নেই কিংবা ঘরোয়া কোন টুর্নামেন্ট চলছেনা এমন পরিস্থিতিতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সেন্টার উইকেট হোক কিংবা একাডেমি মাঠের উইকেট হোক তামিম ইকবালকে নিয়ে কাজ করছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এমন দৃশ্য বেশ নিয়মিত ঘটনাই বলা যায়, শৈশব কোচের সান্নিধ্যে বাঁহাতি ওপেনারও নিজের ভুল শুধরে নেন, বাড়িয়ে নেন মনের জোর।

বিসিবি প্রেসিডেন্টস কাপে ব্যাট হাতে খুব একটা ছন্দে ছিলেন না তামিম ইকবাল। টুর্নামেন্ট শেষ হতেই নিজ উদ্যোগে ঘাম ঝরাতে শুরু করেন, তাকে সঙ্গ দিচ্ছেন কোচ সালাউদ্দিন। মিরপুর একাডেমি মাঠে গত কয়েকদিন তামিমের পাশাপাশি ইমরুল কায়েস, তাইজুল ইসলামদের নিয়েও কাজ করতে দেখা যায় দেশের অন্যতম সফল এই কোচকে। তবে মূলত নির্দিষ্ট করে তামিমের জন্যই তার আসা জানিয়েছেন নিজেই।

নিজের ভুল ত্রুটি নিয়ে এমনিতে নিয়মিতই ব্যক্তিগত উদ্যোগে কাজ করেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম। আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের আগে অবশ্য খেলতে যাবেন পাকিস্তান সুপার লিগের (পিএসএলের) প্লে-অফ। লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন তামিম অন্যদিকে সুযোগ পাওয়া আরেক বাংলাদেশি মাহমুদউল্লাহ রিয়াদ খেলবেন মুলতান সুলতান্সের হয়ে।

তামিমকে নিয়ে কি ধরণের কাজ করছেন জানাতে গিয়ে আজ (৫ নভেম্বর) অনুশীলন শেষে মিরপুরে কোচ মোহাম্মদ সালাউদ্দিন গণমাধ্যমকে বলেন নতুন কিছু শেখানো নয় বরং তার সঙ্গ দেওয়া আত্ববিশ্বাস বাড়া তামিমের।

সালাউদ্দিন বলেন, ‘আমি মূলত তামিমের জন্য আসছি। বলতে পারেন রেগুলার চেক আপ। কি অবস্থায় আছে সেটা দেখা, খুব বেশি যে শেখানোর জন্য আসছি তা না। আমি যদি সামনে থেকে দেখি হয়তো আত্ববিশ্বাসটা পায় এর বেশি কিছু না।’

তামিমের পাশাপাশি অ্যাকশন বদলানো স্পিনার তাইজুল ইসলামের সাথেও কাজ করতে দেখা যায় সালাউদ্দিনকে। যদিও তাইজুল ইস্যুতে সরাসরি কাজ করছেন কোচ সোহেল ইসলাম। ফলে অ্যাকশন বদলের পুরো বিষয়টা সালাউদ্দিন ছেড়ে দিয়েছেন তাইজুলের শৈশব কোচের উপরই।

দেশের অন্যতম সফল এই কোচ বলেন, ‘এটা ওর যে কোচ আছে সোহেল ইসলাম উনিই সব দেখতেছে। তারা দুজনেই আলোচনা করতেছে কারণ সোহেল ওকে (তাইজুল) ভালোভাবে চেনে, ওর অ্যাকশনে কি সমস্যা হচ্ছে না হচ্ছে বোঝে। ওর সাথে দীর্ঘদিন কাজ করতেছে, ওর ছোটবেলার কোচ। আমার মনে হয় এটা সোহেলের উপর ছেড়ে দেওয়া উচিৎ। এটা (অ্যাকশন বদলানো) হয়তো অনেক সময় খেলোড়েরা বাড়তি সুবিধার জন্য করে থাকে। এখন এটা ঠিক হয়েছে কীনা সেটা সোহেল ভালো বলতে পারবে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

‘নিষেধাজ্ঞা আমাকে জীবন নিয়ে ভিন্নভাবে চিন্তা করতে শিখিয়েছে’

Read Next

‘আজ হোক কাল হোক সাকিব আগের জায়গায় ফিরবে’

Total
0
Share