
সর্বকালের অন্যতম সেরা ফুটবলারদের একজন লিওনেল মেসি। আর্জেন্টাইন এই সুপারস্টার তার ক্লাব ক্যারিয়ার জুড়ে খেলেছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনাতে। তবে কয়েক মাস আগে বার্সেলোনা ছেড়ে যেতে চান এমন কথা জানিয়েছিলেন মেসি। এরপর ফুটবল দুনিয়ায় লেগে গিয়েছিল ধুন্ধুমার।
লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ছেন কিনা, ছাড়লে কোন ক্লাবে যাচ্ছেন তা নিয়ে আলোচনা চলেছে বেশ। তবে শেষমেশ বার্সেলোনাতেই থেকে যান মেসি।
লিওনেল মেসির ভক্ত বলে পরিচিত সাকিব আল হাসান অবশ্য চেয়েছিলেন মেসি অন্য কোন ক্লাবে যাক।
নিজের ইউটিউব চ্যানেলে সাকিব আল হাসান ভক্ত ও গণমাধ্যমকর্মীদের বাছাই করা প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছিলেন। সেখানে এক ভক্তের প্রশ্ন ছিল এমন- ‘আপনার খুব কঠিন সময়ে আপনার ভক্তরা ছিল আপনার পাশেই। মজার ব্যাপার হল, আপনিও মেসির বেশ বড় ভক্ত। কদিন আগেই বার্সেলোনা ছেড়ে দেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছিলেন মেসি। সেসময়টা স্বভাবতই বেশ কঠিন গিয়েছে তার। প্রিয় খেলোয়াড় ও ক্লাব (মেসি ও বার্সেলোনা) যখন এরকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল, ভক্ত সাকিবের ভাবনা কী ছিল?’
বার্সেলোনা সমর্থক হলেও সাকিব চেয়েছিলেন প্রিয় ফুটবলার বার্সেলোনা ছেড়ে অন্য কোথাও যাক।
সাকিব বলেন, ‘আমি চাচ্ছিলাম মেসি মুভ করুক। মুভ করে ম্যানচেস্টার সিটি বা পিএসজিতে যাক। আমার ধারণা ঐ দুই জায়গাটাতে গেলে ও অনেক ভালোভাবে খেলতে পারতো। অনেক ফ্রিলি খেলতে পারতো, যেহেতু ওর ক্যারিয়ারের একেবারে শেষ সময়। সেটা বার্সেলোনায় ওভাবে সম্ভব নয়, গত তিন-চার বছরে ওর একার ওপর অনেক চাপ পড়েছে।’
তবে যেহেতু মেসি বার্সেলোনাতে আছেনই, সাকিবের চাওয়া যেনো ক্লাবের হয়ে শিরোপা জিতেই তবে মাথা উচু করে ক্লাব ছাড়ুক মেসি।
‘যেহেতু ও বার্সেলোনাতেই আছে, আমি চাইবো ও ওর সেরাটা দিয়েই যেনো বার্সেলোনাকে শিরোপা দিয়েই যেনো বের হতে পারে। যদি ও বের হতে চায়।’