

জিও উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ২০২০ এর উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন সুপারনোভাকে হারিয়ে শুভ সূচনা করেছে ভেলোসিটি। একতা বিশত এবং বাংলাদেশের জাহানারা আলমের দুর্দান্ত বোলিংয়ের পর সুনি লুস এবং সুষমা ভার্মার চমৎকার ব্যাটিংয়ে সুপারনোভাকে ৫ উইকেটে হারায় ভেলোসিটি।
শারজাহ স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন ভেলোসিটির ক্যাপ্টেন মিতালি রাজ। সুপারনোভার দুই উদ্বোধনী ব্যাটসম্যান প্রিয়া পুনিয়া এবং চামারি আতাপাত্তু দেখে শুনে খেলতে থাকেন। ইনিংসের ৬ষ্ঠ ওভারে দলীয় ৩০ রানের মাথায় পুনিয়াকে আউট করে ভেলোসিটির জন্য প্রথম সাফল্য আনেন লেই ক্যাসপ্যারেক।
তিনে নামা জেমিমাহ রড্রিগেজ ৭ রান করে একতা বিশতের বলে বোল্ড হন। একপ্রান্ত আগলে ধরে ভালো খেলতে থাকা আতাপাত্তু এরপর ক্যাপ্টেন হারমানপ্রীত করের সাথে জুটি বাঁধেন। ৩য় উইকেটে তারা ৪৭ রানের জুটি গড়ে সুপারনোভাকে বড় স্কোরের সম্ভাবনা দেখান।
প্রথম দুই ওভারে ১৩ রান দেওয়া জাহানারা ব্যক্তিগত তৃতীয় ওভারের প্রথম বলে আতাপাত্তুকে বিদায় করে ভেলোসিটির জন্য ব্রেকথ্রু এনে দেন। আতাপাত্তু ৪৪ রান করেন। হারমানপ্রীত এরপর শশীকলা সিরিবর্ধেনের সাথে জুটি বেঁধে দলের স্কোর ১০০ পার করান। চতুর্থ ওভার বল করতে এসে হারমানাপ্রীতকেও ব্যক্তিগত ৩১ রানে সাজঘরের পথ দেখান জাহানারা।
শেষের দিকে একতা বিশত এবং ক্যাসপ্যারেকের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে একের পর এক উইকেট হারাতে থাকে সুপারনোভা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে সুপারনোভা। ভেলোসিটির পক্ষে একতা ৩টি এবং জাহানারা ও ক্যাসপ্যারেক ২টি করে উইকেট পান।
View this post on Instagram
Another day, another good performance from Jahanara #SNOvVEL #JioWomensT20Challenge
১২৭ রানের টার্গেটে ভেলোসিটি ব্যাট করতে নামে। প্রথম ওভারের পঞ্চম বলে ওপেনার ড্যানিয়েল ওয়াটকে আউট করে দেন সুপারনোভার আয়াবঙ্গা খাকা। অপর ওপেনার শেফালি ভার্মা শুরু থেকে মারমুখী ব্যাটিং করতে থাকেন। ৪টি চারের সহায়তায় ১৭ রান করে খাকার বলেই বিদায় নেন।
চারে নেমে ভেদা কৃষ্ণমূর্তি স্বভাবসুলভ ব্যাটিং করলেও ক্যাপ্টেন মিতালি রাজ নিজেকে মেলে ধরতে পারেননি। মাত্র ৭ রান করে সিরিবর্ধেনের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। এরপর ৪র্থ উইকেটে কৃষ্ণমূর্তির সাথে ২৭ রানের ছোট্ট জুটি গড়েন সুষমা ভার্মা। সেট ব্যাটসম্যান কৃষ্ণমূর্তি ২৯ রান করে আউট হলে চাপে পড়ে যায় ভেলোসিটি৷
তবে সেখান দারুণ জুটি গড়ে তোলেন সুষমা এবং সুনি লুস। সুষমা কিছুটা দেখেশুনে খেললেও সুনি লুস প্রথম থেকেই মারমুখী ছিলেন। এ দুইজন ৫১ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি অবস্থানে পৌছে দেন। সুষমা ৩৪ রানে আউট হলেও বাকি পথটুকুতে আর বিপদ ঘটতে দেননি লুস এবং শিখা পাণ্ডে। উইকেটরক্ষকের পাশ দিয়ে চার মেরে ১ বল হাতে রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন সুনি লুস। ২১ বলে ৪টি চার এবং ১টি ছয়ের মারে অপরাজিত ৩৭ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন লুস। সুপারনোভার পক্ষে খাকা ২টি উইকেট নেন।
অসাধারণ ব্যাটিং করে ম্যাচ সেরা হন ভেলোসিটির সুনি লুস।
সংক্ষিপ্ত স্কোরঃ
সুপারনোভাঃ ১২৬/৮ (২০ ওভার); আতাপাত্তু ৪৪, হারমানপ্রীত ৩১, সিরিবর্ধেনে ১৮; একতা ৩/২২, ক্যাসপ্যারেক ২/২৩, জাহানারা ২/২৭
ভেলোসিটিঃ ১২৯/৫ (১৯.৫ ওভার), সুনি লুস ৩৭*, সুষমা ৩৪, কৃষ্ণমূর্তি ২৯; খাকা ২/২৭, রাধা যাদব ১/২৫
ফলাফলঃ ভেলোসিটি ৫ উইকেটে জয়ী
ম্যাচ সেরাঃ সুনি লুস (ভেলোসিটি)।