
পাকিস্তানকে হারানোর পর যেকোন বড় দলের বিপক্ষে জয়ের ব্যাপারে আত্নবিশ্বাসী জিম্বাবুয়ের ব্যাটসম্যান শন উইলিয়ামস। মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে সুপার ওভারে জয় পাওয়ায় বিশ্বকাপ সুপার লিগে ১০ পয়েন্ট অর্জন করেছে জিম্বাবুয়ে। পাকিস্তান যদিও ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়। ৬৩ বারের প্রচেষ্টায় পাকিস্তানের বিপক্ষে এটি ৫ম জয়।
ম্যাচে শন উইলিয়ামস অপরাজিত ১১৮ রানের অনবদ্য ইনিংস খেলেন। পুরো সিরিজে দলের পারফরম্যান্সে খুশি উইলিয়ামস।
‘আমি মনে করি আমরা এখন যেকোন বড় দলকে হারাতে পারবো,’ জয়ের পর উইলিয়ামস বলেন। ‘আমরা হারতে হারতে ক্লান্ত। এটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। অনেক সময় অতিবাহিত হয়েছে এবং এখন থেকে আমাদের জয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।’
‘ওয়েসলি মাধেব্রের মতো তরুণ যুবারা দলের সাজঘর পরিবর্তন করে দিয়েছে। দারুণ পারফর্ম করেছে। তরুণ এবং অভিজ্ঞদের সমন্বয়ে পাকিস্তানের মত বড় দলকে হারিয়েছি। ব্লেসিং মুজারাবানির সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আছে। বলা যায় সামনে আমাদের জন্য ভালো কিছুই অপেক্ষা করছে।’
অন্যদিকে শেষ ম্যাচে হারার পর পয়েন্ট খুঁইয়েছে পাকিস্তান। হতাশা প্রকাশ করেছেন অধিনায়ক বাবর আজম। ‘বিশ্বকাপ সুপার লিগে ২৪ ম্যাচ থাকে। তাই ১০ পয়েন্ট হারানো খুবই কষ্টের। পরের সিরিজের অপেক্ষায় আছি। পরের ম্যাচগুলোতে আমরা জয়ের জন্য শতভাগ চেষ্টা করবো, যাতে করে আমরা যেন আর পয়েন্ট না হারাই।’
ফিল্ডিং নিয়ে অসন্তুষ্ট বাবর বলেন, ‘আমাদের ফিল্ডিং নিয়ে অনেক কাজ করতে হবে, যেন আমরা বেশি ক্যাচ না ফেলি। আমাদের ক্যাচ মিসের কারণে ভালো ব্যাটসম্যানরা ২-৩ বার করে সুযোগ পাচ্ছে এবং ইনিংস বড় করে ফেলছে। পরবর্তীতে এসব বড় ইনিংস পার্থক্য গড়ে দিচ্ছে। আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। আমি মনে করি আমাদের পারফরম্যান্স ভালো ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সবগুলো ম্যাচ জিততে পারিনি।’
‘অধিনায়ক হিসেবেও আমি ভুল করেছি। আশা করি এমন ভুল আর হবে না আমার। প্রতি ম্যাচ থেকে আমি শিখছি। উপরের দিকে আমাদের আরো বড় জুটি করে তুলতে হবে। ৭ উইকেট পতনের পর যেভাবে আমি আর ওয়াহাব রিয়াজ জুটি গড়েছি, সেভাবে অন্যদেরও করতে হবে। আশা করেছিলাম আমি ম্যাচ শেষ করে আসবো। কিন্তু তা সম্ভব হয়নি। জিম্বাবুয়ে যোগ্য দল হিসেবে জিতেছে। আমরা ভালো বোলিং করলেও মিস ফিল্ডিং এবং ক্যাচ মিস করেছি অনেক। এ কারণে ম্যাচে আমরা পিছিয়ে পড়েছিলাম। এখান থেকে দ্রুত শিক্ষা নিয়ে আমাদের ফিল্ডিং ঠিক করতে হবে,’ বাবর বলেন।