খেলতে নেমে বিতর্ক উস্কে দিলেন রোহিত

খেলতে নেমে বিতর্ক উস্কে দিলেন রোহিত
Vinkmag ad

সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে গুরুত্বহীন ম্যাচে ইনজুরি আক্রান্ত রোহিত শর্মা ব্যাটিংয়ে নামায় চলছে আলোচনা-সমালোচনা। ভারতের অস্ট্রেলিয়া সফরে তিন ফরম্যাটের স্কোয়াডেই নেই রোহিত শর্মার নাম। ফিটনেস ইস্যুতে তার নাম না থাকলেও আইপিএলে খেলতে নেমে বিতর্ক উস্কে দিয়েছেন তিনি।

ইনজুরি আক্রান্ত রোহিত শর্মাকে ইতোমধ্যে অস্ট্রেলিয়া সফর থেকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেটের নির্বাচকরা। গাঙ্গুলি বলেছেন রোহিতের মত অভিজ্ঞ ওপেনারকে তিনি অবশ্যই দলে চান। তবে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তাকে খেলার ব্যাপারে নিষেধ করেছিলেন।

সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচের আগে টসের সময় মুরালি কার্তিক রোহিতকে জিজ্ঞাসা করেছিলেন শরীর ঠিকঠাক আছে কীনা। রোহিত ব্যাঙ্গাত্মক হাসি দিয়ে বললেন, ‘এভাবেই আছি।’

দেশের চেয়ে আইপিএলের দলের হয়ে খেলাকে প্রাধান্য দেওয়ায় রোহিতকে নিয়ে বিতর্ক চলছে সর্বত্র। বিসিসিআই এবং মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ রোহিতের ভিন্ন ভিন্ন ফিটনেস রিপোর্ট দিয়েছে। যদিও ভারতের ফিজিও নিতিন প্যাটেল এক দশক ধরে মুম্বাইয়ের হয়েও কাজ করছেন।

কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে ইনজুরির পর আইপিএলের দ্বিতীয় পর্ব থেকে রোহিত মাঠের বাইরে রয়েছেন। ফিটনেস রিপোর্ট দেখে রোহিতকে অস্ট্রেলিয়া সফর থেকে বিরত রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এ কারণে লোকেশ রাহুলকে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

টাইমস অফ ইন্ডিয়াকে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন, ‘রোহিত ইনজুরিতে আক্রান্ত, নাহলে কেন আমরা তাকে দলের বাইরে রাখবো? সে সীমিত ওভারের ক্রিকেটে সহ অধিনায়ক। আমরা তাকে সুস্থভাবে পেতে চাই। ইনজুরিতে আক্রান্ত হওয়ার পরে সে আর অতটা খেলেনি। বিসিসিআইয়ের উচিত দলে সেরা খেলোয়াড়দের খেলানো। যদি সে সুস্থ হয়, তাহলে সে খেলবে।’

‘তার হ্যামস্ট্রিংয়ে ইনজুরি আছে এবং আবার হওয়ার সম্ভাবনা আছে। তার ফিরতে সময় লাগবে। অনেকে তার ইনজুরি নিয়ে কাজ করছে। মুম্বাইয়ের ফিজিও কাজ করছে, ভারতের ফিজিও নিতিন প্যাটেল ওখানে আছে। রোহিত নিজে জানে তার সামনে অনেক বড় ক্যারিয়ার পড়ে আছে এবং শুধুমাত্র আইপিএল বা পরের সিরিজই তার জন্য শেষ নয়। আমি বিশ্বাস করি সে অনেক পরিপক্ক এবং সে জানে তার জন্য কোনটা সবচেয়ে ভালো হবে।’

‘অনুশীলনে যা আপনি সহজে করতে পারবেন, ম্যাচে ভিন্ন ভিন্ন পরিস্থিতি থাকে এবং সেখানে অনেক সংগ্রাম করতে হয়। ভিন্ন ভিন্ন অবস্থায় পেশীতে ব্যথাও বাড়তে পারে।’

৯৭ ডেস্ক

Read Previous

অলরাউন্ড নৈপুণ্যে দলকে জেতালেন পেরি

Read Next

পয়েন্ট খুইয়ে হতাশ বাবর, দলের জয়ে খুশি উইলিয়ামস

Total
0
Share