

ভারতীয় কিংবদন্তী বাটসম্যান শচীন টেন্ডুলকার আইসিসিকে ব্যাটসম্যানের হেলমেট ব্যবহারে বাধ্যবাধকতা আনতে বলছেন। পেসার কিংবা স্পিনার সবার বিপক্ষেই ব্যাট করতে হেলমেট ব্যবহারে তাগিদ দিচ্ছেন মূলত নিরাপত্তা নিশ্চিতে।
কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাটসম্যান বিজয় শঙ্কর হেলমেট পরেই ব্যাটিং করছিলেন। প্রতিপক্ষ বোলার দ্বারা আঘাতপ্রাপ্ত না হলেও ফিল্ডার নিকোলাস পুরানের থ্রো সরাসরি লাগে ডানহাতি এই ব্যাটসম্যানের হেলমেটে। হেলমেট পরা অবস্থায়ও বেশ ভালো আঘাত পেয়েছেন শঙ্কর। হেলমেট না থাকলে বড় দুর্ঘটনা ছিল নিশ্চিতই।
যে ভিডিও দেখে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন শচীন টেন্ডুলকার। নিজের ভেরিফায়েড টুইটারে লিখেন, ‘খেলাটার দ্রুত অগ্রগতি হয়েছে কিন্তু আসলেই কি নিরাপদ হচ্ছে?’
‘সম্প্রতি আমরা একটা ঘটনার সাক্ষী হয়েছে যা খুবই বাজে কিছু হতে পারতো। স্পিনার কিংবা পেসার যার বিরুদ্ধেই হোক ব্যাটসম্যানদের হেলমেট পরা বাধ্যতামূলক করা উচিৎ পেশাদার পর্যায়ে। আইসিসির কাছে অনুরোধ করি বিষয়টা যেন অগ্রাধিকার দেয়।’
আইসিসির পাশাপাশি বিসিবি সহ ক্রিকেট খেলুড়ে দেশের বোর্ডগুলোর দৃষ্টি আকর্ষণ করেন শচীন।
.@BCCI @CricketAus @ECB_cricket @OfficialCSA @BLACKCAPS @OfficialSLC @BCBtigers @TheRealPCB @windiescricket @ZimCricketv @Irelandcricket @ACBofficials @KNCBcricket
— Sachin Tendulkar (@sachin_rt) November 3, 2020
২০১৪ সালে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট শেফিল্ড শিল্ডে বাউন্সারে ঘাড়ে আঘাত পেয়ে দুই দিন হাসপাতালের বিছানায় লড়াই করে মারা যান অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিলিপ হিউজ। অবশ্য এরপর থেকে হেলমেটের ধরণে বেশ পরিবর্তন ও কড়াকড়ি আরোপ করেছিল আইসিসি।
এদিকে ভিন্ন এক টুইটারে ভারতের বর্তমান প্রধান কোচ রবি শাস্ত্রীকে টেন্ডুলকার মনে করিয়ে দেন একটি প্রদর্শনী ম্যাচে সুনীল গাভাস্কারের ফুল টসে কীভাবে বিপাকে পড়েছিলেন। টেন্ডুলকার লিখেন, ‘ওটাও মারাত্মক কিছু হতে পারতো, ভাগ্যক্রমে সেরকম কিছু হয়নি।’
.@RaviShastriOfc, this also reminded me of the time when you got hit after top edging a full toss bowled by Mr. Gavaskar during an exhibition game. That could’ve been a grave injury too but thankfully wasn’t! ????????
— Sachin Tendulkar (@sachin_rt) November 3, 2020
টেন্ডুলকারকে সমর্থন দিয়ে তার সাবেক সতীর্থ প্রজ্ঞান ওঝা বলেন, ‘কেন এটা বাধ্যতামূলক হবেনা ব্যাটসম্যান, উইকেট রক্ষক, শর্ট লেগ, সিলি পয়েন্ট ফিল্ডার ও উভয় আম্পায়ারের জন্য? নিরাপত্তাও গুরুত্বপূর্ণ।’