একই দিনে ফিটনেস টেস্ট দিবেন সাকিব-আশরাফুলরা

একই দিনে ফিটনেস টেস্ট দিবেন সাকিব-আশরাফুলরা
Vinkmag ad

আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ সামনে রেখে বিবেচিত ক্রিকেটারদের ফিটনেস টেস্টের মধ্য দিয়ে যেতে হবে আগেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের ফিটনেস টেস্টের সূচি প্রকাশ করেছে বিসিবি।

মোট ১১৩ জন ক্রিকেটারকে এই ফিটনেস টেস্টের তালিকায় রেখেছে নির্বাচকরা। আগামী ৯ ও ১০ নভেম্বর দুই দিনে হবে এই ফিটনেস টেস্ট। ৯ নভেম্বর প্রথম দিনের প্রথম স্লটেই ফিটনেস টেস্ট দিবেন নিষেধাজ্ঞা কাটিয়ে প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকা সাকিব আল হাসান।

৯ নভেম্বর সকাল ১০ টা থেকে শুরু হয়ে মোট চার স্লটে দুপুর দুইটা পর্যন্ত ৮০ জন ক্রিকেটার নিজেদের ফিটনেস প্রমাণের পরীক্ষা দিবেন। বাকি ৩৩ জন ক্রিকেটার অংশ নিবেন পরদিন। এই তালিকায় মোহাম্মদ আশরাফুল, জহরুল ইসলাম অমি, শাহরীয়ার নাফিসের সাথে নাম আছে মার্শাল আইয়ুব, আব্দুর রাজ্জাক, তুষার ইমরানেরও।

ফিটনেস টেস্টের জন্য প্রকাশিত ক্রিকেটারদের তালিকায় নাম নেই মাশরাফি বিন মর্তুজার। অবশ্য হ্যামস্ট্রিং চোটে পড়া এই পেসারের ক্ষেত্রে ফিটনেস ইস্যুতে কিছুটা ছাড় দিবে বলে আগেই জানিয়েছিল ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। কিন্তু চোটের বর্তমান অবস্থা বিবেচনায় তার এই টুর্নামেন্টে খেলাও অবশ্য অনিশ্চিত।

সম্প্রতি শেষ হওয়া বিসিবি প্রেসিডেন্টস কাপে খেলা ক্রিকেটার ও হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের চলমান ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের দিতে হবে না এই ফিটনেস টেস্ট।

মিরপুর ইনডোর সেন্টারে অনুষ্ঠিতব্য এই ফিটনেস টেস্টে অংশ নিতে নির্ধারিত সময়ের আধা ঘন্টা আগে বিসিবির স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে ক্রিকেটারদের।

ফিটনেস টেস্টের জন্য বিবেচিত ক্রিকেটার ও সূচিঃ

৯ নভেম্বর বেলা ১০-১১

সাকিব আল হাসান, জহুরুল ইসলাম, ফরহাদ রেজা, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, অলক কাপালি, শামসুর রহমান শুভ, শহিদুল ইসলাম, জাকের আলি অনিক, মেহেদী হাসান রানা, আরাফাত সানী, রাকিবুল হাসান, আরিফুল হক, রুবেল মিয়া, শাহরিয়ার নাফিস, জুনায়েদ সিদ্দিকী, সোহরাওয়ার্দি শুভ ও শুভাগত হোম চৌধুরী।

৯ নভেম্বর বেলা ১১-১২

শুভাশিস রয়, মোহাম্মদ নুরুজ্জামান, মোহর শেখ অন্তর, শাখাওয়াত হোসেন সায়মন, ইফতেখার সাজ্জাদ রনি, নাজমুল ইসলাম অপু, মার্শাল আইয়ুব, মোহাম্মদ আশরাফুল, সোহাগ গাজী, সঞ্জিত সাহা, মনির হোসেন খান, নুর হোসেন সাদ্দাম, সাজিদুল ইসলাম, এনামুল হক জুনিয়র, অভষেক মিত্র, নাদিফ চৌধুরী, মোহাম্মদ আব্দুল মজিদ, জিয়াউর রহমান, মুক্তার আলি ও মোহাম্মদ জাকির হাসান।

৯ নভেম্বর বেলা ১২-১

সৈকত আলি, দেলোয়ার হোসেন, তানবীর হায়দার খান, মেহেদী মারুফ, রবিউল হক, নাসির হোসেন, তাসামুল হক রুবেল, মজানুর রহমান, সালাউদ্দিন শাকিল, নাইম ইসলাম সিনিয়র, মোহাম্মদ নাইম ইসলাম জুনিয়র, সালমান হোসেন, হোসেন আলি, জুবায়ের হোসেন লিখন, রাহাতুল ফেরদৌস জাভেদ, পিনাক ঘোষ, আল আমিন জুনিয়র, ফারদিন হোসেন অনি, রবিউল ইসলাম রবি ও সুজন হাওলাদার।

৯ নভেম্বর বেলা ১-২

অমিত মজুমদার, আব্দুর রাজ্জাক, জাবিদ হোসেন, নিহাদ উজ জামান, হাবিবুর রহমান জনি, মোহাম্মদ হাসানুজ্জামান, আবু সায়েম, সালমান হোসেন, তাইবুর রহমান পারভেজ, মাহমুদুল হাসান লিমন, আলাউদ্দিন বাবু, আব্দুল হালিম, মোহাম্মদ শরিফউল্লাহ, মায়শুকুর রহমান রিয়াল, রাকিন আহমেদ, মানিক খান, ইফরান হোসেন, জয়রাজ শেখ, নাহিদুল ইসলাম ও মেহরাব হোসেন জোশি।

১০ নভেম্বর বেলা ১০-১১

আজমীর আহমেদ, শাকিল হোসেন, আলি আহমেদ মানিক, রায়হান উদ্দিন, শাহবাজ চৌহান, মাসুম খান, টিপু সুলতান, শাহনুর রহমান, মাহমুদুল হক সেন্টু, আলিস আল ইসলাম, মাসুম খান টুটুল, মোহাম্মদ জসীমউদ্দিন, মইনুল ইসলাম, মোহাম্মদ রাকিব, মইনুল ইসলাম সোহেল, সাব্বির হোসেন, মোহাম্মদ রুয়েল মিয়া, তুষার ইমরান, শফিউল হায়াত হৃদয় ও ইমরান আলি।

১০ নভেম্বর বেলা ১১-১২

আহমেদ সাদিকুর রহমান, মোহাম্মদ ইলিয়াস, শাখাওয়াত হোসেন, শেনাজ আহমেদ, এনামুল হক জুনিয়র, ইমরানুজ্জামান, ইমতিয়াজ হোসেন তান্না, নাজমুল হোসেন মিলন, রাসেল আল মামুন, সাজ্জাদ হক রিপন, আসিফ হাসান, মোহাম্মদ আজিম ও মোহাম্মদ আসাদউল্লাহ হিল গালিব।

৯৭ প্রতিবেদক

Read Previous

আজ মাঠে নামছেন জাহানারারা

Read Next

হেলমেট ইস্যুতে আইসিসির দৃষ্টি আকর্ষণ করলেন শচীন

Total
0
Share