

করোনা বাধা দূরে সরিয়ে ক্রিকেট ফিরতে শুরু করেছে দেশে দেশে। পুরুষদের পাশাপাশি সরব হচ্ছে ২২ গজে নারীদের লড়াইও। আজ (৪ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) আয়োজিত এই টুর্নামেন্টটি অবশ্য বেশি পরিচিত নারীদের আইপিএল হিসেবেও।
৪-৯ নভেম্বর পর্যন্ত চলা তিন দলের এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সুপারনোভাস ও ভেলোসিটি। এর আগের দুই আসরেই শিরোপা জিতেছে ভারত নারী দলের তারকা ক্রিকেটার মিতালি রাজের নেতৃত্বাধীন সুপারনোভাস। ভেলোসিটি অবশ্য গত আসরে রানার আপ হয়েছিল।
এবারের নারী টি-টোয়েন্টি চ্যালেঞ্জে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন দুইজন। আগের আসরে ভেলোসিটির হয়ে খেলা পেসার জাহানারা আলম এবারও একই দলের হয়ে খেলবেন। অন্যদিকে প্রথমবার সুযোগ পাওয়া অলরাউন্ডার সালমা খাতুন খেলবেন ট্রেইলব্লেজার্সে।
প্রতিটি দল টুর্নামেন্টে একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। শীর্ষ দুই দল আগামী ৯ নভেম্বর শিরোপা জয়ের লড়াইয়ে নামবে। আজ উদ্বোধনী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়। জাহানার আলমের ভেলোসিটিকে নেতৃত্ব দিবেন ভারতীয় তারকা স্মৃতি মান্দানা।
Supernovas and Velocity – the last season’s finalists – will kickstart the proceedings of the #JioWomensT20Challenge when they square off at the Sharjah Cricket Stadium tonight. #Supernovas #Velocity
Here’s our preview https://t.co/NEldx5D5gI pic.twitter.com/RpgBQewzI3
— IndianPremierLeague (@IPL) November 4, 2020
প্রথমদিন সালমা খাতুনের ম্যাচ না থাকলেও আগামীকাল তার দল ট্রেইলব্লেজার্স মোকাবেলা করবে জাহানারা আলমের ভেলোসিটিকে। ফলে দুই বাংলাদেশি নারী ক্রিকেটার একে অপরের প্রতিপক্ষ হয়ে মাঠে নামবেন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪ টায়। অন্যদিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুপারনোভাসের বিপক্ষে ৭ নভেম্বর মাঠে নামবে ট্রেইলব্লেজার্স।
জাহানারা আলম দলে সঙ্গী হিসেবে পাচ্ছেন ভারতীয় তারকা মিতালি রাজ, ভেদা কৃষ্ণমুর্তি, শেফালি ভার্মা, ইংলিশ নারী দলের ড্যানিয়েল ওয়েট, নিউজিল্যান্ডের কাসপেরেকের মত ক্রিকেটারদের।
গত মৌসুমে ফাইনালে দল হারলেও বল হাতে জাহানারা আলম ছিলেন উজ্জ্বল। ৪ ওভার বল করে ২১ রান খরচায় তুলে নেন সুপারনোভাসের দুই নারী ব্যাটারকে। বিশেষ করে বোল্ড করা দুটি ডেলিভারিই ছিল নজরকাড়া, স্টাম্প উপড়ে ফিরিয়েছেন ইংলিশ তারকা নাতালি শিভার ও নিউজিল্যান্ডের সোফি ডিভাইনকে।