অবসরের ঘোষণা দিলেন মারলন স্যামুয়েলস

অবসরের ঘোষণা দিলেন মারলন স্যামুয়েলস
Vinkmag ad

উইন্ডিজের ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। গত জুনে নিজের অবসরের বিষয়টি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে জানিয়েছিলেন স্যামুয়েলস।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্রেভের বরাতে এমন খবর দিয়েছে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

চলতি বছরের জুনেই ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডকে জানিয়েছিলেন নিজের অবসর পরিকল্পনার কথা। কিন্তু ৩ই নভেম্বরে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়েছে।

জাতীয় দল থেকে বহুদিনই বাইরে ছিলেন। ২০১৮-র ডিসেম্বরে শেষবার আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন বাংলাদেশের বিপক্ষে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাদ পড়লেও স্যামুয়েলস বিশ্বের বিভিন্ন প্রান্তের টি-টোয়েন্টি লিগে অংশ নিচ্ছিলেন। আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস, পুনে ওয়ারিয়র্সয়ের হয়ে খেলার পাশাপাশি বিগ ব্যাশ লিগে খেলেছেন মেলবোর্ন রেনেগগেডসের হয়ে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগও মাতিয়েছেn স্যামুয়েলস। বিভিন্ন আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুরন্ত রাজশাহী ও রাজশাহী রয়্যালসের হয়ে খেলেছেন এই ব্যাটসম্যান।

ওয়েস্ট ইন্ডিজকে ২০১৬ টি টোয়েন্টির বিশ্ব আসরের শিরোপা জেতানোয় বড় ভূমিকা ছিল তার। ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে ৬৬ বলে ৮৫ রানের চমৎকার একটি ইনিংস খেলেন স্যামুয়েলস। ফাইনালের সেরা ক্রিকেটারের পুরস্কারও গেছে তার ঝুলিতে।

ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে মারলন স্যামুয়েলস ৭১টি টেস্ট, ২০৭টি ওয়ানডে এবং ৬৭টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেন। তিন ফরম্যাট মিলিয়ে রান করেছেন ১১১৩৪। বল হাতে ১৫২ টি উইকেট তাঁর নামের পাশে।

৯৭ ডেস্ক

Read Previous

শীর্ষে ছিলেন, শীর্ষেই আছেন সাকিব

Read Next

আজ মাঠে নামছেন জাহানারারা

Total
0
Share