

তথ্য গোপনের অভিযোগে ২০১৯ সালের ২৮ অক্টোবর সাকিব আল হাসানকে ২ বছরের জন্য নিষিদ্ধ (১ বছর স্থগিত) করে আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)। সেসময় ওয়ানডে ফরম্যাটে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে ছিলেন সাকিব (৩৯৪ রেটিং পয়েন্ট নিয়ে)।
১ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে এখন সাকিব খেলার জন্য মুক্ত। সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ শেষের পর আজ (৪ নভেম্বর) ওয়ানডেতে ক্রিকেটারদের র্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি। সেখানে যথারীতি শীর্ষে সাকিব, যদিও কমেছে রেটিং পয়েন্ট (এখন ৩৭৩)।
পাকিস্তান-জিম্বাবুয়ের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে এসেছে এই হালনাগাদ। প্রথম ওয়ানডেতে ৫ উইকেট নেওয়া শাহীন শাহ আফ্রিদি ৮ ধাপ এগিয়ে প্রথমবারের মতো এসেছেন সেরা ২০ এ। ৬২১ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ার সেরা ১৬ নম্বরে অবস্থান করছেন তিনি।
র্যাংকিংয়ে উন্নতি হয়েছে ওয়াহাব রিয়াজেরও, ৬ ধাপ এগিয়ে ৬০ নম্বরে আছেন এখন তিনি। সিরিজে ২ ম্যাচ মিলে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।
ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়ে ৪৯ নম্বরে উঠে এসেছেন ইমাদ ওয়াসিম। সিরিজে ১ টি করে সেঞ্চুরি ও ফিফটিতে ২২১ রান করা বাবর আজম ভারতের রোহিত শর্মা ও ভিরাট কোহলির সঙ্গে নিজের রেটিং পয়েন্টের পার্থক্য কমিয়েছেন। ৮৩৭ রেটিং পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছেন পাকিস্তানের সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক।
জিম্বাবুয়ের দুই সেঞ্চুরিয়ান শন উইলিয়ামস ও ব্রেন্ডন টেইলর এগিয়েছেন র্যাংকিংয়ে। ৯ ধাপ এগিয়ে ৪২ নম্বরে উঠে এসেছেন সিরিজে ২০৪ রান করা টেইলর। ১২ ধাপ এগিয়ে ৪৬ নম্বরে উঠে এসেছেন টুর্নামেন্টে ১৯৭ রান করা উইলিয়ামস।
জিম্বাবুয়ের বোলারদের মধ্যে সিকান্দার রাজা ও ডোনাল্ড টিরিপানোর উন্নতি হয়েছে। ৫ ধাপ এগিয়ে ৬৬ নম্বরে উঠে এসেছেন সিকান্দার রাজা, ৮ ধাপ এগিয়ে ৯০ নম্বরে আছেন টিরিপানো।
হালনাগাদকৃত র্যাংকিংয়ে ওয়ানডেতে শীর্ষ ১০ ব্যাটসম্যান-
১. ভিরাট কোহলি (ভারত)- ৮৭১
২. রোহিত শর্মা (ভারত)- ৮৫৫
৩. বাবর আজম (পাকিস্তান)- ৮৩৭
৪. রস টেইলর (নিউজিল্যান্ড)- ৮১৮
৫. ফাফ ডু প্লেসিস (দক্ষিণ আফ্রিকা)- ৭৯০
৬. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)- ৭৬৫
৭. অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)- ৭৬২
৮. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ৭৫৯
৯. কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)- ৭৫৫
১০. জনি বেয়ারস্টো (ইংল্যান্ড)- ৭৫৪
হালনাগাদকৃত র্যাংকিংয়ে ওয়ানডেতে শীর্ষ ১০ বোলার-
১. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)- ৭২২
২. জাসপ্রীত বুমরাহ (ভারত)- ৭১৯
৩. মুজিব উর রহমান (আফগানিস্তান)- ৭০১
৪. ক্রিস ওকস (ইংল্যান্ড)- ৬৭৫
৫. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)- ৬৬৫
৬. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)- ৬৫৯
৭. জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)- ৬৫৪
৮. মোহাম্মদ আমির (পাকিস্তান)- ৬৪৭
৯. ম্যাট হেনরি (নিউজিল্যান্ড)- ৬৪১
১০. জফরা আরচার (ইংল্যান্ড) ও মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ৬৩৭
Look who is back on the top! ????#SAH75 pic.twitter.com/ZK0si10zKR
— Cricket97 (@cricket97bd) November 4, 2020
হালনাগাদকৃত র্যাংকিংয়ে ওয়ানডেতে শীর্ষ ৫ অলরাউন্ডার-
১. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৩৭৩
২. মোহাম্মদ নবি (আফগানিস্তান)- ৩০১
৩. ক্রিস ওকস (ইংল্যান্ড)- ২৮১
৪. বেন স্টোকস (ইংল্যান্ড)- ২৭৬
৫. ইমাদ ওয়াসিম (পাকিস্তান)- ২৭১