

২১ নভেম্বর থেকে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শুরু হওয়ার কথা থাকলেও এখন তা পেছাতে পারে। এমনকি সংযুক্ত আরব আমিরাত কিংবা মালয়েশিয়াতে টুর্নামেন্টটি হতে পারে বলে সম্ভাবনা রয়েছে।
টুর্নামেন্টের পরিচালক রাভিন বিক্রমারত্নে জানান দ্বীপ অঞ্চলে টুর্নামেন্টটি আয়োজন করতে চেয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এদিকে বিদেশি খেলোয়াড়দের উপর ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করে রেখেছে শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও সম্প্রচার স্বত্বের জন্য নিয়োজিত কর্মচারি এবং ধারাভাষ্যকারদের জন্যও কোয়ারেন্টাইনের একই নিয়ম থাকবে। ফলে রীতিমত সমস্যায় পড়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।
গত বছর টুর্নামেন্টের আয়োজন বাতিল করার পর এ বছর টুর্নামেন্টটি আয়োজনে বদ্ধপরিকর এসএলসি। এক্ষেত্রে তিনটি বিকল্প ব্যবস্থাও বিবেচনাইয় রাখছে তারা।
বিক্রমারত্নে বলেন, ‘প্রথমত শ্রীলঙ্কার শুধুমাত্র দুইটি ভেন্যুতে (হাম্বানটোটা এবং পাল্লেকেলে) আমরা টুর্নামেন্টটি আয়োজন করতে চাই। সেক্ষেত্রে আমাদের এক সপ্তাহ পরপর আয়োজন করতে হবে। দ্বিতীয়ত, নামরা চাইলে সবগুলো ম্যাচ একটা ভেন্যুতেই খেলতে পারি। সেক্ষেত্রে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে একসাথে সব খেলোয়াড় এবং কর্মচারিদের রাখার ব্যবস্থা নিতে হবে।’
‘৩য় বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা যা ভাবছি, তা হচ্ছে যদি আমরা আমাদের দেশে আয়োজন করতে না পারি, তবে সংযুক্ত আরব আমিরাত কিংবা মালয়েশিয়াতে আয়োজন করার চিন্তাভাবনা রয়েছে। এক্ষেত্রে বেশ কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হবে। অসংখ্য শ্রীলঙ্কান ক্রিকেটার খেলার জন্য মুখিয়ে আছে। তাই আমরা যেভাবে হোক আয়োজন করতে চাই।’
বুধবার শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে বৈঠকে বসবে এসএলসি অফিসিয়াল এবং টুর্নামেন্টের আয়োজকরা। আলোচনার পরই টুর্নামেন্টের ভবিষ্যৎ জানা যাবে। ইতোমধ্যে খেলোয়াড়দের ৫-৭ দিনের কোয়ারেন্টাইনের অনুরোধ করেছে এসএলসি। এরপরই জৈব সুরক্ষা বলয়ের মধ্যে তাদের অনুশীলন শুরু হবে।
এদিকে ইনজুরির কারণে আইপিএলের কিছু ম্যাচ খেলতে না পারলেও লঙ্কা প্রিমিয়ার লিগে মারকুটে অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে পাওয়ার ব্যাপারে আগ্রহী টুর্নামেন্টের আয়োজকরা।
সূচি অনুযায়ী ২১ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত হাম্বানটোটা এবং পাল্লেকেলেতে লঙ্কা প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।