

হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্রিকেটারদের নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা দুইদিনের প্রস্তুতি ম্যাচে সাফল্যের দেখা পেয়েছে এ ও বি দলের ব্যাটসম্যানরা। এ দলের হয়ে আকবর আলি হাঁকিয়েছেন সেঞ্চুরি, ৬ রানের জন্য মিস করেছেন শাহাদাত হোসেন দিপু, ফিফটির দেখা পেয়েছেন শামীম হোসেন পাটোয়ারি। অধিনায়ক নাইম শেখ বি দলের হয়ে খেলেছেন সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস (৮৩)।
এ দলের ৪০৬ রানের বিপরীতে নাইমের ব্যাটে ভালোই জবাব দিচ্ছিলো বি দল। তবে তার দারুণ এক ইনিংসের সাথে মৃত্যুঞ্জয় চৌধুরীর ফিফটির পর প্রতিপক্ষ বোলার সুমন খান, হাসান মুরাদের তোপে খুব বেশি দূর অবশ্য যেতে পারেনি বি দল। দল ২৬৬ রানে গুটিয়ে গেলেও নিজের পারফরম্যান্সে আত্ববিশ্বাস খুঁজে পাচ্ছেন নাইম শেখ।
আজ (৩ নভেম্বর) এক ভিডিও বার্তায় নাইম বলেন, ‘প্র্যাকটিস ম্যাচে রান করলে আসলে সব ব্যাটসম্যানেরই ভালো লাগে। আত্মবিশ্বাসও ভালো থাকে। আমারও সেইম। ভালো করলে অবশ্যই কনফিডেন্স ভালো থাকে। খারাপ খেললে একটু আপসেট থাকি। ওগুলা থেকে একটু বেরিয়ে ভালো খেলার চেষ্টা করছি। আমার আত্মবিশ্বাস আল্লাহ এর রহমতে ভালো আছে।’
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে গত বছর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় বাঁহাতি এই ব্যাটসম্যানের। এইচপি ক্যাম্পে প্রস্তুতিটা ভালো হচ্ছে উল্লেখ করে নাইম আরও বলেন, ‘আমাদের এইচপি ক্যাম্প খুবই ভালো হচ্ছে। আমরা আল্লাহ এর রহমতে যারা আছি সবাই খুব উপভোগ করছি। খুবই ভালো মানের প্র্যাকটিস হচ্ছে। আর আমার ফুটওয়ার্ক নিয়ে বেশি কাজ করা হচ্ছে।’
তিন ফরম্যাটের জন্য নিজেকে প্রস্তুত করতে এইচপি ক্যাম্পের গুরুত্ব তুলে ধরে এখনো পর্যন্ত ৬ টি-টোয়েন্টি ও ১ ওয়ানডে খেলা এই তরুণ ব্যাটসম্যান বলেন, ‘আসলে নিজেকে পরিপূর্ণ করে নেওয়ার জন্য এইচপি ক্যাম্প অনেক গুরুত্বপূর্ণ। একটা প্লেয়ার তিন ফরম্যাটেই নিজেকে রেডি করার জন্য এইচপি ট্রেনিং অনেক গুরুত্বপূর্ন। আমার কাছেও তাই। আমি এখানে নিজের ১০০% দিয়ে নিজেকে পরিপূর্ণ করে নেওয়ার চেষ্টা করছি।’