

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যাওয়ে সিরিজ (টি-টোয়েন্টি ও ওয়ানডে) এর জন্য স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। টি-টোয়েন্টিতে থাকলেও ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে জফরা আর্চার, বেন স্টোকসকে।
নির্বাচকরা দুই ফরম্যাট মিলে মোট ২৩ জন ক্রিকেটারকে নির্বাচন করেছেন। যাদের মধ্যে ১০ জন আছেন দুই ফরম্যাটের স্কোয়াডেই।
জফরা আর্চার, বেন স্টোকস, স্যাম কারেন, ক্রিস জর্ডান ও ডেভিড মালান আছেন কেবল টি-টোয়েন্টি ফরম্যাটে।
জো রুট, ক্রিস ওকস, ওলি স্টোন, লুইস গ্রেগরি ও লিয়াম লিভিংস্টোন আছেন কেবল ওয়ানডে ফরম্যাটে।
বাঁহাতি সিমার রিস টপলি আছেন দুই স্কোয়াডেই। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে সিরিজসেরা হওয়া ডেভিড উইলি নেই কোন স্কোয়াডেই। দুই স্কোয়াডেই আছেন অফ ফর্মে ভোগা মার্ক উড।
এই গ্রীষ্মে ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত মুখ টম ব্যান্টন আছেন রিজার্ভ ক্রিকেটার হিসাবে। তার সাথে আছেন জ্যাক বল ও টম হেল্ম।
আগামী ১৬ নভেম্বর ইংলিশ স্কোয়াড কেপটাউনের উদ্দেশ্যে রওয়ানা দিবে। ২৭ নভেম্বর থেকে শুরু হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৪ ডিসেম্বর থেকে শুরু হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড-
এউইন মরগান (অধিনায়ক), মইন আলি, জফরা আর্চার, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারেন, টম কারেন, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলি ও মার্ক উড।
Our IT20 squad to play three matches against South Africa! ????????????
— England Cricket (@englandcricket) November 3, 2020
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড-
এউইন মরগান (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, টম কারেন, লুইস গ্রেগরি, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, ওলি স্টোন, রিস টপলি, ক্রিস ওকস ও মার্ক উড।
দুই ফরম্যাটেই রিজার্ভ ক্রিকেটার- জ্যাক বল, টম ব্যান্টন ও টম হেল্ম।