সুমন-মুরাদে ২৬৬ তেই শেষ টিম ‘বি’

সুমন-মুরাদে ২৬৬ তেই শেষ টিম 'বি'
Vinkmag ad

দিনের শুরুটা কখনো কখনো গোটা দিনের আভাস দিতে পারেনা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্রিকেটারদের দুইদিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন এমনটাই ঘটেছে। আগের দিন আফিফ হোসেনের নেতৃত্বাধীন এ দলের তোলা ৭ উইকেটে ৪০৬ রানের বিপরীতে অধিনায়ক নাইম শেখের ব্যাটে চড়ে দারুণ শুরু পায় বি দলও।

কিন্তু শেষ বিকেলে ২৩ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে মাত্র ২৬৬ রানেই গুটিয়ে যায় দলটি। যেখানে বল হাতে বল হাতে শুরুটা হাসান মুরাদের আর শেষটা পেসার সুমন খানের। বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ও বিসিবি প্রেসিডেন্টস কাপে আলো ছড়ানো সুমন খান সমান চার টি করে উইকেট ভাগাভাগি করেন।

আগের দিন আকবর আলির সেঞ্চুরিতে ৭ উইকেটে ৪০৬ রানে দিন শেষ করলেও দুইদিনের প্রস্তুতি ম্যাচ বলে বি দলকে পর্যাপ্ত ব্যাটিং অনুশীলনের সুযোগ দিতে আজ আর ব্যাট করেনি এ দল। পারভেজ হোসেন ইমন ও অধিনায়ক নাইম শেখের উদ্বোধনী জুটিতে বি দল তুলে ফেলে ৭৭ রান। রাকিবুল হাসানের বলে ৩৫ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন ইমন।

তার বিদায়েও সাবলীল ছিল নাইম শেখের ব্যাট, মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ৬০ রান। যেখানে অঙ্কনের অবদান সাকূল্যে ৬! হাসান মুরাদের প্রথম শিকার হয়ে নাইম শেখ বিদায় নিলে ভাঙে জুটি। আউট হওয়ার আগে ১২৯ বলে ১১ চার ২ ছক্কায় করেন ৮৩ রান। দুই ওভার পর অঙ্কনকেও ফেরান মুরাদ।

১৪২ রানে ৩ উইকেট হারানো বি দলকে টেনে নেন তৌহিদ হৃদয় ও মৃত্যুঞ্জয় চৌধুরী। দুজনে চতুর্থ উইকেট জুটিতে যোগ করেন ১০১ রান। ততক্ষণে খেলা গড়িয়েছে দিনের শেষ সেশনে, ওভার বাকি ২০! অথচ সেখান থেকেই ১০ ওভার ও ২৩ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ২৬৬ রানেই থামে বি দল। মৃত্যুঞ্জয়কে শর্টে দাঁড়ানো আফিফের হাতে ক্যাচে পরিণত করে আসা উইকেট পতনের শুরুটা করেন শফিকুল ইসলাম।

আউট হওয়ার আগে মৃত্যুঞ্জয় তুলে নেন ফিফটি, ৫৮ রানের ইনিংসটি সাজিয়েছেন ৪ চার ও ৩ ছক্কায়। সুমন খান ও হাসান মুরাদ একে একে সাজঘরে ফেরান তৌহিদ হৃদয় (৪২), রিশাদ হোসেন (৫), তানভীর ইসলাম (৮), শরিফুল ইসলাম (০), রেজাউর রহমান (১) ও শাহীন আলমকে (২)।

৩ উইকেটে ২৪৩ থেকে ২৬৬ রানে অলআউট বি দল। দিনের বাকি অংশে এ দল আর ব্যাট করতে না নামায় ড্রয়ে সমাপ্ত হয় ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোরঃ দ্বিতীয় দিন শেষে

টিম ‘এ’ ৪০৬/৭ (৮০ ওভার), তামিম ৩৫, দিপু ৯৪, জয় ৩০, আফিফ ১২, আকবর ১৩৬, শামীম ৬৭, সুমন ৯, রাকিবুল ২*, মুগ্ধ ১*; শরিফুল ২০-২-১০২-২, রেজাউর ১৩-১-৬৩-২, তানভীর ১৫-১-৮২-০, নোমান ৮-১-৫–১, শাহীন ১৫-১-৭১-২, রিশাদ ৮-১-৩৬-০।

টিম ‘বি’ ২৬৬/১০ (৮০ ওভার), নাইম ৮৩, ইমন ৩৫, অঙ্কন ৬, তৌহিদ ৪২, মৃত্যুঞ্জয় ৫৮, রিশাদ হোসেন ৫, তানভীর ইসলাম ৮, শরিফুল ইসলাম ০, রেজাউর রহমান ১, নোমান ১*, শাহীন আলম ২; মুগ্ধ ৮-২-১৬-০, শফিকুল ১২-২-৪৩-১, আফিফ ১১-৫-১৬-০, মুরাদ ১২-৪-৩৫-৪, জয় ১-০-২-০, সুমন ১৬-৩-৫৪-৪, শামীম ৫-০১৭-০, রাকিবুল ১২-১-৫১-১, শাহাদাত ৩-০-১০-০।

৯৭ প্রতিবেদক

Read Previous

তামিমদের পিএসএল খেলতে যেতে দিতে আপত্তি নেই বিসিবির

Read Next

ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

Total
0
Share