তামিমদের পিএসএল খেলতে যেতে দিতে আপত্তি নেই বিসিবির

মাহমুদউল্লাহ-তামিমের পিএসএল খেলতে যেতে দিতে আপত্তি নেই বিসিবির

১৪ তারিখ থেকে শুরু হতে যাওয়া পিএসএল (পাকিস্তান সুপার লিগ) এ খেলার সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। এর আগেও পিএসএলে খেলা এই দুজন সুযোগ পেয়েছেন যথাক্রমে মুলতান সুলতান্স ও লাহোর কালান্দার্সে।

পিএসলে খেলতে আগ্রহী এই দুইজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে খেলতে যাবার জন্য আবেদন করেছেন। যা পজিটিভলি নিয়েছে বাংলাদেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত দিয়েছি এবং আমরা বলেছি যে তারা (তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ) চাইলে যেতে পারে। সেটার আন্ডার প্রসেস আছে। তারা আমাদের কাছে আবেদন করেছেন এবং বোর্ড এটা পজিটিভলি দেখছে।’

পিএসএল শেষে যখন তারা দেশে ফিরবেন তখন তাদের ক্ষেত্রে কোয়ারেন্টাইন নীতিমালা কেমন থাকবে তা জানতে চাওয়া হয় নিজাম উদ্দিন চৌধুরীর কাছে।

উত্তরে তিনি বলেন, ‘যারা বিদেশ থেকে আসে তাদের একটা সরকারের নির্ধারিত নীতিমালা আছে। তারপরও আমাদের কিছু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আছে, আমরা গত টুর্নামেন্টে ওই প্র্যাকটিসটা করেছিলাম। যারা ফরেন কোচ এসেছিলেন এবং অন্যান্য সাপোর্ট স্টাফ কোয়ারেন্টাইনে ছিলেন। এই ধরনের কোন প্রটোকল কার্যকর করা যায় কি-না সে ব্যাপারে সরকারের যে সংশ্লিষ্ট বিভাগ আছে তাদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে আমরা প্রসিড করব।’

আরো পড়ুনঃ ক্রিস লিনের বদলে তামিম, মইন আলির বদলে মাহমুদউল্লাহ

বাংলাদেশ জাতীয় দলের পাকিস্তান সফরের আগে অনেকেই সেভাবে আগ্রহ দেখাননি। তবে পিএসএল খেলতে যাবার আগ্রহকে পজিটিভলিই দেখেছে বিসিবি।

নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘আমার মনে হয় ওই সমস্ত বিষয়ে না যেয়ে আমরা বিষয়টাকে পজিটিভলি দেখি। আমরা কিন্তু পাকিস্তান সফর করেছি, একটা সিকিউরিটি প্রটোকল ছিল, নির্ধারিত কিছু বিষয় ছিল, সবকিছুর মধ্যে কিন্তু পাকিস্তান সফর করেছি এবং কিছু নির্দেশনা তো আমাদের যারা যাবেন তােদেরকে দেয়া থাকবেই। তারা যেহেতু আগে সফর করেছেন তারা এ বিষয়গুলোেকে… আমরা বিষয়গুলোকে পজিটিভলি দেখি।’

৯৭ প্রতিবেদক

Read Previous

মৃত্যুঞ্জয়ের ফিফটি, সুমন খানের ৩ উইকেট

Read Next

সুমন-মুরাদে ২৬৬ তেই শেষ টিম ‘বি’

Total
0
Share